ড্রেজার মেশিন বসিয়ে কাটা হচ্ছে পাহাড়, মাটিচাপায় শ্রমিকের মৃত্যু

কক্সবাজারের উখিয়ায় পাহাড়ের মাটি ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। উপজেলার পালংখালী ইউনিয়নের তেলখোলা এলাকায় রোববার (২৬ সেপ্টেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম আবদুল খালেক (১৮)। তিনি পালংখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আব্দুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, থাইংখালী এলাকার জুয়েল ও রশিদের বালু উত্তোলন কাজে শ্রমিক হিসেবে কাজ করতন আব্দুল খালেক। প্রতিদিনের মত রোববার তেলখোলা এলাকায় বনবিভাগের পাহাড়ে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের সময় পাহাড় ধসের ঘটনা ঘটে। এসময় মাটির নিচে চাপা পড়ে তার মৃত্যু হয়।

পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী বলেন, পাহাড়ের মাটিচাপা পড়ে এক শ্রমিক নিহত হওয়ার ঘটনা শুনেছি।

উখিয়া থানার অফিসার ইনচার্জ আহামেদ সনজুর মোরশেদ বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কিভাবে তার মৃত্যু হয়েছে বিস্তারিত অনুসন্ধানে জানা যাবে।

কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!