ডেটিংয়ের জন্য ফেসবুকের ম্যাসেজিং অ্যাপ

শুধু প্রেমিক জুটিদের নতুন ম্যাসেজিং অ্যাপ চালু হয়েছে। ফেইবুকের প্রোডাক্ট এক্সপেরিমেন্টাল টিমের তৈরি অ্যাপটির নাম টিউনড। এতে ম্যাসেজ চালাচালি, গান আদান প্রদান করা এবং ডিজিটাল স্ক্র্যাপবুক বানোনো যাবে।

প্রেমিক-প্রেমিকা যাতে ভার্চুয়ালি নিজেদের মতো করে সময় কাটাতে পারে তা নিশ্চিত করতে অ্যাপটি আনা হলেও এতে নেই এনক্রিপশন সুবিধা। ডেটা পলিসি ফেইসবুকের থেকে ভিন্ন হবে না। অর্থাৎ ব্যবহারকারীর আচরণ ও রুচি পর্যবেক্ষণ করে তাকে টার্গেটেড বিজ্ঞাপন দেখানো হবে।

তবে অ্যাপটি ব্যবহারের জন্য ফেইসবুক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক নয়।

২০১৮ সালে ফেইসবুক ডেটিং অ্যাপ আনার ঘোষণা দেয়। ২০১৯ সালের সেপ্টেম্বরে থেকে এখন পর্যন্ত ২০টি দেশে ফেইসবুকের ডেটিং অ্যাপ চালু হয়েছে। তবে অ্যাপটির সঙ্গে টিউনড অ্যাপের কোনো সংযোগ থাকবে না। টিউনড স্বতন্ত্র একটি অ্যাপ হিসেবে চলবে।

অ্যাপটির ব্যবহারকারীকে ফোন নম্বর দিয়ে একজনকে অ্যাড করতে হবে। কানেক্টেড হলে ছবি, ভয়েস মেমো ও ইমোজি পাঠানো যাবে।

আপাতত শুধু যুক্তরাষ্ট্র ও কানাডার আইওএস ব্যবহারকারীরা অ্যাপটি ব্যবহার করতে পারবে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!