ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের সচেতনতা কার্যক্রমের উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে বৃহষ্পতিবার (১ আগস্ট) দুপুর সাড়ে বারটায় বাংলাদেশ মহিলা সমিতি উচ্চ বিদ্যালয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন। অনুষ্ঠানে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, ঢাকায় ডেঙ্গুর প্রভাব অনেক বেশি। চট্টগ্রামে এমন পরিস্থিতি হোক এটা আমরা প্রত্যাশা করিনা। চট্টগ্রামকে ডেঙ্গু মুক্ত করতে হলে সবার সহযোগিতা প্রয়োজন। এজন্য সবাইকে সচেতন হতে হবে।
ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের সচেতনতা কার্যক্রমের উদ্বোধন 1

শিক্ষার্থীদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, সুস্থ্য প্রজন্ম গড়ে তুলতে হলে সবাইকে সুস্থ্য থাকতে হবে। এজন্য নিজ বাসার আশপাশ পরিষ্কার রাখতে হবে যাতে এডিশ মশা বংশবিস্তার করতে না পারে।

অতিরিক্ত জেলা প্রশাসক আবু হাসান সিদ্দিক বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্কুলে লিফলেট বিতরণসহ সমাবেশ করা হবে। এছাড়া জুমার নামাজের খুতবায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বিষয়ে ইমামরাও সচেতনতায় অংশ নেবেন।

বাওয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনোয়ারা বেগমও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

এসসি/আরিফ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!