ডেঙ্গু নিয়ে গুজবে কান দিবেন না: বিভাগীয় কমিশনার

‘চট্টগ্রাম শহরে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব নিয়ে অসাধুচক্র গুজব ছড়াচ্ছে। ডেঙ্গু জ্বরে মারা গেছে একজন প্রচার করা হচ্ছে দশ জন। ডেঙ্গু নিয়ে গুজবে কান দিবেন না দিয়ে জ্বর হলে দ্রুত চিকিৎসা গ্রহণ করতে বলবেন।’

বুধবার (৩১ জুলাই) চট্টগ্রাম পিটিআই বিভাগীয় প্রশাসন আয়োজিত দেশব্যাপী মশক নিধন, ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা উপলক্ষে জনসচেতনতামূলক পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান এসব কথা বলেন।

তিনি বলেন, ‘অন্যান্য সিটি এলাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা বেশি, চট্টগ্রাম বিভাগে সে তুলনায় খুবই কম। তারপরও সরকার মেডিকেল ফ্রি চিকিৎসা, ডেঙ্গু শনাক্তকরণের উপায়সহ সব ধরনের ব্যবস্থা করেছে।

বিভাগীয় কমিশনার আরো বলেন, ‘পিটিআই কলেজে আয়োজনের উদ্দেশ্য হচ্ছে শিক্ষকদেরও দায়-দায়িত্ব আছে। আপনারা ছাত্রদের মধ্যে সচেতনতাবোধ সৃষ্টি করবেন। শিক্ষার্থীরা সচেতন হলে যে কোন গুজব আতংক ছাড়াতে পারবে না।’

এ সময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শংকর রঞ্জন সাহা, পরিচালক স্থানীয় সরকার চট্টগ্রাম বিভাগ দীপক চক্রবর্তী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আবু হাসান সিদ্দিক, প্রাথমিক শিক্ষা চট্টগ্রাম বিভাগের উপপরিচালক মো. সুলতান মিয়া, সহকারী পরিচালক রাশেদা বেগম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাসরিন সুলতানা, পিটিআই সুপার কামরুন নাহার, বিভাগীয় শিক্ষা অফিসার তাপস কুমার পাল, মামুন কবির, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রিশি ক্যাশ শীল, জহির উদ্দিন চৌধুরী, সহকারী সুপার রওশন আক্তার জাহান উপস্থিত ছিলেন।

সিএম/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!