ডিসেম্বরেই নির্বাচন, এটি আমরা বলিনি: সিইসি

ডিসেম্বরেই নির্বাচন, এটি আমরা বলিনি: সিইসি 1প্রতিদিন ডেস্ক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, এখনও একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়নি। নির্বাচন ডিসেম্বরে হবে, এটা আমরা বলিনি। যারা বলেছেন, সেটা তাদের কথা। উনারা উনাদের হিসেবমতো বলেছেন।

শনিবার বিকেল সাড়ে ৩টায় সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মঠে উন্নয়ন মেলায় নির্বাচন অফিসের স্টলে ইভিএম-এ প্রতীকী ভোট গ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) একথা বলেন।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে সিইসি আরো বলেন, দেশের সব জেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) সচেতনতা বিষয়ে প্রচারণা চালানো হচ্ছে।

তিনি বলেন, চতুর্থ জাতীয় উন্নয়ন মেলায় ইভিএম সম্পর্কে জনগণের মধ্যে প্রচারণা চালানো হচ্ছে। যেমন আজ সুনামগঞ্জে উন্নয়ন মেলায় ইভিএম-এ প্রতীকী ভোট গ্রহণ করা হয়েছে।

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান, জেলা নির্বচন কর্মকর্তা মোহাম্মদ মুরাদ উদ্দিন হাওলাদারসহ জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে ইভিএম-এ সিইসি, সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদসহ প্রায় ১০ জন নারী-পুরুষ প্রতিকী ভোট দেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!