ডিসেম্বরজুড়ে সরব থাকবে চট্টগ্রামের আওয়ামী লীগ

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় পুরো ডিসেম্বর জুড়ে নগর আওয়ামী লীগের ব্যাপক কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

রোববার (১ ডিসেম্বর) নগরীর দারুল ফজল মার্কেটস্থ মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিজয়ের মাসের কর্মসূচি, মহানগর আওয়ামী লীগের প্রয়াত সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালন ও দলের কেন্দ্রীয় সম্মেলনে যোগদানসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

এছাড়া চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরীকে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় পরিষদের সদস্য করায় নগর আওয়ামী লীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় সভায়।

নগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম ফারুক চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, সভায় আসন্ন কেন্দ্রীয় কাউন্সিলে অংশগ্রহণ, বুদ্ধিজীবি হত্যা দিবস পালন, প্রয়াত সভাপতি মরহুম এবিএম মহিউদ্দিন চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালন এবং ওইদিন বিজয় দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, ১৭ ডিসেম্বর নগর আওয়ামী লীগের উদ্যোগে বিজয় দিবসের আলোচনা সভা করার সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সহ সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট সুনীল কুমার সরকার, ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, জহিরুল আলম দোভাষ, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, সম্পাদকমণ্ডলীর সদস্য রেজাউল করিম চৌধুরী, বদিউল আলম, এমএ রশিদ, নোমান আল মাহমুদ, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, শফিকুল ইসলাম ফারুক, হাসান মাহমুদ শমসের, অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, আহমেদুর রহমান সিদ্দিকী, মোহাম্মদ হোসেন, জহুর আহমেদ, মানস রক্ষিত, দেবাশীষ গুহ বুলবুল, মাহবুবুল হক মিয়া, আবদুল আহাদ, দিদারুল আলম চৌধুরী, মোহাম্মদ আবু তাহের, ডা. ফয়সাল ইকবাল চৌধুরী, নির্বাহী সদস্য এমএ জাফর, মো. ইয়াকুব, নুরুল আবছার মিয়া, মো. ইউসুফ সর্দার, পেয়ার মোহাম্মদ, দোস্ত মোহাম্মদ, নুরুল আলম, গাজী শফিউল আজিম, কামরুল ইসলাম বুলু, বখতেয়ার উদ্দিন খান, গোলাম মো. চৌধুরী, সাইফুদ্দিন খালেদ বাহার, আহমেদ ইলিয়াস, বিজয় কিষান চৌধুরী, আবদুল লতিফ টিপু, রোটারিয়ান মো. ইলিয়াস, মো. জাবেদ, বেলাল আহমেদ, মোরশেদ আকতার চৌধুরী প্রমুখ।

এআরটি/এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!