ডিম ছাড়ার তিথিতে হালদায় মাছ শিকারিরা, আড়াই হাজার মিটার ঘেরা জাল জব্দ

আকাশে মেঘের গর্জন। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এই সময়টায় শুরু হয় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদায় মা-মাছের ডিম ছাড়ার জো (তিথি)। বৃষ্টি হলেই ডিম ছাড়ে মা মাছ।

এ সুযোগে হালদায় ডিম ছাড়তে আসা মা-মাছের বিচরণে তৎপর হয়ে ওঠে মাছ শিকারীরা। ঘেরা জাল বসিয়ে মা-মাছ শিকারে নেমে যায় তারা। জানতে পেরে ভোরেই অভিযানে নামে প্রশাসন।

হাটহাজারি উপজেলা প্রশাসন হালদার সাত্তারঘাট থেকে সমিতির হাট পর্যন্ত বিভিন্নস্থানে অভিযান চালিয়ে প্রায় ২ হাজার ৫০০ মিটার ঘেরা জাল জব্দ করে। মঙ্গলবার (১১ মে) ভোর ৫টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। সকাল সাড়ে ৯টা পর্যন্ত এ অভিযান চলে।

মো. রুহুল আমিন বলেন, হালদায় মা-মাছের ডিম ছাড়ার মৌসুমে মাছ শিকারীরা ঘেরা জাল বসিয়ে মা মাছ শিকারে তৎপর হয়ে উঠেছে। উপজেলা প্রশাসন নিয়মিত অভিযানে ঘেরা জাল জব্দ করে। আজকের অভিযানে প্রায় ২ হাজার ৫০০ মিটার জাল জব্দ করে তা ধ্বংস করা হয়েছে। অভিযান অব্রাহত থাকবে বলে জানান ইউএনও।

সিএম/কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!