ডিমের দামে জোচ্চুরি, রিয়াজউদ্দিন বাজারে ৫ ব্যবসায়ীর জরিমানা ১ লাখ

চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজারের বেশি দামে ডিম বিক্রি ও মূল্য তালিকা না রাখায় তিন আড়তদার এবং দুই খুচরা বিক্রেতা জরিমানা করা হয়েছে।

তাদের কাছ থেকে এক লাখ তিন হাজার টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (২০ আগস্ট) বিকালে বিষয়টি নিশ্চিত করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে সহকারী পরিচালক মো. আনিছুর রহমান।

মো. আনিছুর রহমান বলেন, ‘অনেক দিন ধরেই ডিম ও ব্রয়লার মুরগির বাজার অস্থিতিশীল করে রেখেছে একটি চক্র। তাদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এখানকার আড়তদাররা একেক ক্রেতার কাছ থেকে একেক দামে ডিম বিক্রি করছে। এছাড়া তাদের দোকানে কোনও মূল্য তালিকাও ছিল না। ফলে তিনটি আড়তকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া বেশি দামে ডিম বিক্রি করায় একটি খুচরা ডিমের দোকানকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মূল্য তালিকা না থাকায় একটি মুদি দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মোট পাঁচ দোকানকে এক লাখ তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!