ডিজিটাল বাংলাদেশ গড়তে শিক্ষাখাতে বাজেটের ২৫ শতাংশ বরাদ্দ দিতে হবে

ডিজিটাল বাংলাদেশ গড়তে শিক্ষাখাতে বাজেটের ২৫ শতাংশ বরাদ্দ দিতে হবে 1শিক্ষিত জনগোষ্ঠী ছাড়া একটি আধুনিক রাষ্ট্র গঠনের কথা কল্পনা করা যায় না। একটি রাষ্ট্রের অগ্রগতির জন্য প্রকৃত গণতান্ত্রিক শাসন ব্যবস্থার পাশাপাশি যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো মানসম্মত শিক্ষার সহজলভ্যতা। জনপ্রশাসন ও প্রতিরক্ষা খাতের চেয়ে শিক্ষাই হলো রাষ্ট্রের সর্বোত্তম খাত। অথচ এখাত এখনো অবহেলিত। ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে শিক্ষাখাতে বাজেট বরাদ্দ অন্তত উন্নয়নশীল দেশের সমান হওয়া প্রয়োজন। যেখানে তারা বাজেটে জাতীয় আয়ের শতকরা ৬ ভাগ বরাদ্দ দিয়ে থাকে, আমাদের দেশে তা মাত্র শতকরা ২ ভাগ। রাষ্ট্রের উন্নতির জন্য শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ রাখতে হবে। আসন্ন ২০১৭-১৮ অর্থ বছরের জাতীয় বাজেটে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দের দাবিতে ১৪ মে রবিবার দুপুর ১২টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর দক্ষিণ আয়োজিত বিশাল মানববন্ধন ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট তথ্য ও প্রযুক্তি সচিব মুহাম্মদ আবদুর রহিম এসব কথা বলেন। চট্টগ্রাম মহানগর দক্ষিণ ছাত্রসেনার সভাপতি মুহাম্মদ রিয়াজ হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে উদ্বোধক ছিলেন ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মুহাম্মদ আশরাফ হোসাইন। প্রস্তুতি কমিটির আহবায়ক মুহাম্মদ রেজাউল করিম ও সদস্য সচিব মুহাম্মদ আব্দুল আলিমের যৌথ সঞ্চালনায় সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রিয় ছাত্রসেনার সিনিয়র সহ-সাধারণ সম্পাদক নুরুল্লাহ রায়হান খান। বিশেষ অতিথি ছিলেন মহানগর যুবসেনার অর্থ সম্পাদক মুহাম্মদ এনামুল হক, ছাত্রসেনার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এইচ.এম শহিদুল্লাহ, অর্থ সম্পাদক ইমরান হোসেন তুষার, সাবেক সহ-সভাপতি জি.এম শাহাদত হোসাইন মানিক, সাবেক সভাপতি মুহাম্মদ ফরিদুল ইসলাম। মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, ইসলামী ফ্রন্ট নেতা আলমগীর ইসলাম বঈদী, ছাত্রনেতা দিদারুল ইসলাম কাদেরী, আবদুল কাদের রুবেল, শাহাব উদ্দিন, সৈয়দ মুহাম্মদ একরামুল হক, মারুফ রেজা, নুরুল ইসলাম হিরু, মাছুমুর রশীদ কাদেরী, খোরশেদুল ইসলাম সুমন, মুহাম্মদ গোলাম তাহের, মুহাম্মদ ফোরকান কাদেরী, মুহাম্মদ রবিউল ইসলাম রুবেল, মহিউদ্দিন কাদেরী, মুহাম্মদ আমির হোসেন, হুমায়ুন কবীর, ইমরান হোসেন প্রমুখ।
প্রধান বক্তা নুরুল্লাহ রায়হান খান বলেন, আমাদের রাজনৈতিক বিশেষজ্ঞ ও শিক্ষাবিদগণ রাষ্ট্রের উন্নতির জন্য বিভিন্ন কথা বলে থাকেন। অথচ কথায় ও কাজে তার বাস্তবতা জনগণ দেখতে পায় না। যেখানে উন্নয়নশীল দেশে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়। সেখানে বাংলাদেশের বাজেটে শিক্ষাখাতের বরাদ্দ অপ্রতুল। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার যৌক্তিক দাবি অনুযায়ী ২০১৭-১৮ অর্থ বছরের জাতীয় বাজেটে শিক্ষাখাতে কমপক্ষে ২৫ শতাংশ বরাদ্দ দেওয়ার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!