‘ডায়াবেটিস: ঝুঁকি সমস্যা সম্ভাবনা ও প্রতিকার’ নিয়ে পার্কভিউ হাসপাতালে সেমিনার

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে ‌এক সেমিনার সোমবার (১৫ নভেম্বর) হাসপাতালের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। ‘ডায়াবেটিস: ঝুঁকি, সমস্যা, সম্ভাবনা ও প্রতিকার’ শীর্ষক সেমিনারে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডা. রফিক উদ্দিন।

ডা. একেএম ফজলুল হকের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কেটিং ডিরেক্টর ডা. শাহ আলম।

প্যানেল অফ এক্সপার্টস হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এএসএম জাহেদ, গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট ডা. জসিম উদ্দিন, ইন্টারনাল মেডিসিন ডা. মোহাম্মদ রেজাউল করিম। অনুষ্ঠানের মডারেটর ছিলেন ডা. এস এম শওকত আলী, এন্ডোক্রাইনোলজিস্ট পার্কভিউ হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক লিমিটেড।

আরও উপস্থিত ছিলেন ডা. সালাউদ্দিন এম এ এইচ চৌধুরী, ডাক্তার মাহবুবুর রহমান চৌধুরী, ডাক্তার হারুনুর রশিদ, ডা. আহমেদ রহিম এবং অন্যান্য কনসালটেন্টগণ।

প্রধান আলোচক বলেন, ডায়াবেটিসের কারণে প্রতিবছর অনেক মানুষ মারা যায়। রোগীদের সঠিকভাবে পরিচর্যা করলে ডায়াবেটিস রোগ নিরাময় করা যায় এবং জীবনযাপন সহজভাবে পালন করা যায়।

ডা. মো. রেজাউল করিম বলেন, আমাদের উচিত স্বাস্থ্য সচেতন হওয়া এবং সঠিক খাদ্যাভ্যাস তৈরি করা।

ডা. জসিম উদ্দিন বলেন, লিভার সিরোসিসের প্রধান কারণ হলো খাদ্যাভ্যাস পরিবর্তন এবং এর মাঝে লুকিয়ে রয়েছে ডায়াবেটিস। যার কারণে অনেক মানুষ প্রতিনিয়ত মারা যাচ্ছে।

বিশ্ব ডায়াবেটিস দিবসে এবারের স্লোগান ছিলো ‘ডায়াবেটিস সেবায় প্রবেশ করুন; এখন নয়তো, কখন?’ এ উপলক্ষ্যে সবার ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়।

কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!