ডাম্পার চাপায় স্কুলছাত্রের পা বিচ্ছিন্ন কক্সবাজারে

কক্সবাজার সদরের বাংলাবাজারে ডাম্পার চাপায় ২ ছাত্রের মৃত্যুর রেশ না কাটতেই আবারও ডাম্পার চাপায় পা হারিয়েছে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের ছাত্র ইয়াসিন আরাফাত (১৫)।

বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে মাইজপাড়ার ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে। আরাফাত পিএমখালীর গোলারপাড়ার ব্যবসায়ী নুরুল আবছারের ছেলে।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় আরাফাতকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফান করেন কর্তব্যরত চিকিৎসক।

জানা গেছে, স্থানীয়রা ঘাতক ডাম্পারটি আটক করেছে। ডাম্পারের মালিক স্থানীয় মধ্যম নয়াপাড়ার নুরুল ইসলামের ছেলে রুবেল প্রকাশ মিন্টু।

আরাফাতের চাচা মাহমুদুল করিম বলেন, ‘বুধবার দুপুরে ইয়াসিন আরাফাত চেরাংঘরবাজার থেকে মোটরসাইকেল যোগে বাড়ি গোলারপাড়া ফেরার পথে রেজিস্ট্রেশনবিহীন ডাম্পারটি চাপা দিলে ঘটনাস্থলে আরাফাতের ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়। মাথায় আঘাতের কারণে তার প্রচণ্ড রক্তক্ষরণ হয়।’

উল্লেখ্য, পিএমখালীতে ২০টির মতো অবৈধ ডাম্পার পাহাড়ের মাটি বিক্রি করে আসছে। যার ফলে গত কয়েক বছরে ডাম্পারের আঘাতে প্রাণ হারিয়েছে ৭ জন লোক। কিন্তু মোটা অংকের টাকার বিনিময়ে সবকটি ঘটনা আপসরফা করায় কোনো মামলা হয়নি। আরাফাতের পরিবার ডাম্পার চালকের কঠোর শাস্তি দাবি করেন।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!