ডাম্পারের চাপায় প্রাণ গেলো স্বামী ও সন্তানের, হাসপাতালে কাতরাচ্ছেন সোনালী

শশুরবাড়ি থেকে স্ত্রী ও সন্তানকে নিয়ে নিজের বাড়ি ফিরছিলেন ছোটন (৩৪)। কিন্তু বাড়ি আর ফেরা হলো না, দ্রুতগামী ডাম্পার ট্রাক কেড়ে নিল ছোটন ও তার ৬ বছর বয়সী সন্তান শুভ্র’র জীবন।

আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন ছোটনের স্ত্রী সোনালী (২৫)। মঙ্গলবার (২৩ নভেম্বর) বিকাল ৫টায় বাঁশখালী-সাতকানিয়া সড়কের ছনখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহত হয়েছেন সিএনজি অটোরিকশা চালক মো. মর্তুজা আলী (৩১) ও অপর যাত্রী মো. পারভেজ।

হতাহতদের দুর্ঘটনার পর বাঁশখালীর গুনাগরীস্থ দুইটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহতদের গুনাগরী হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, নিহত ছোটন বাঁশখালীর কালীপুর গ্রামের শশুরবাড়ি থেকে স্ত্রী সোনালী ও ছেলে শুভ্রকে নিয়ে তার নিজ বাড়ি বান্দরবান যাচ্ছিলেন।

শশুরবাড়ির অদূরে ছনখোলায় ডাম্পার চাপায় ছেলেসহ ছোটন প্রাণ হারান। তার স্ত্রীর অবস্থাও আশঙ্কাজনক।

ডাম্পারটি পাহাড়ি মাটি কেটে বাঁশখালী-সাতকানিয়া প্রধান সড়কে দ্রুত বেগে চলছিল বলে জানায় পুলিশ।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, ঘটনাস্থল সাতকানিয়া থানা এলাকায়। তারপরও দুর্ঘটনার পর বাঁশখালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের পরিবারকে সহযোগিতা করেছে। এ ব্যাপারে সাতকানিয়া থানা পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!