ডাক্তার ও ৩ নারীসহ চট্টগ্রামে করোনায় আরও ১৪, বাদ নেই মেয়রগলি আগ্রাবাদও

চট্টগ্রাম নগরীর পুরনো ঠিকানাগুলোতেই ক্রমশ ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। দিনশেষে চট্টগ্রামে করোনাভাইরাসের প্রধান পরীক্ষাগারে নতুন করে শনাক্ত হল ২২ জন রোগী। এর মধ্যে চট্টগ্রাম মহানগরের ১০ জন এবং উপজেলায় চারজন। বাকি আটজন রোগী ভিন্ন জেলা নোয়াখালী ও লক্ষ্মীপুরের।

রোববার (১০ মে) ফৌজদারহাটের বিশেষায়িত হাসপাতাল ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) করোনার ২১৭টি নমুনা পরীক্ষায় মোট ২২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী।

আক্রান্তের মধ্যে ১১ জন পুরুষ রোগী, দুইজন নারী এবং একজন কিশোরী রয়েছে।

আক্রান্ত রোগীদের মধ্যে রয়েছেন নগরীর কর্ণেলহাটের ৫৭ বছর বয়সী পুরুষ, চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের ৫৫ বছর বয়সী পুরুষ, সীতাকুণ্ডের ভাটিয়ারি এলাকার ৫০ বছরের পুরুষ, হালিশহর মুন্সীপাড়া এলাকার ৩৩ বছরের পুরুষ, উত্তর কাট্টলীর ২৭ বছরের পুরুষ, একে খান এলাকার ২৮ বছর বয়সী নারী, সরাইপাড়ার ৩৫ বছর বয়সী পুরুষ, হালিশহরের ৩৬ বছর বয়সী পুরুষ এবং একই এলাকার ৩৫ বছর বয়সী নারী, আগ্রাবাদ হাজীপাড়া এলাকার ৩৫ বছর বয়সী পুরুষ, নাসিরাবাদ চশমাপাহাড় মেয়র গলি এলাকার ৩২ বছর বয়সী পুরুষ। এছাড়া আরও রয়েছেন হাটহাজারীর ডাকবাংলা রোড এলাকার ৬৫ বছর বয়সী পুরুষ, মিরসরাইয়ের অলিনগর এলাকার ১৪ বছরের কিশোরী এবং চন্দনাইশের দোহাজারী এলাকার ৪৮ বছরের এক পুরুষ চিকিৎসক।

এ নিয়ে চট্টগ্রামে করোনায় সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৬৮ জনে। এ পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৬৪ জন।

এসআর/এআরটি/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!