ডাক্তারসহ চট্টগ্রাম নগরে করোনার কবলে আরও ৫১, উপজেলায় ১০

আলকরণে কিশোর-কিশোরীসহ একইসঙ্গে চার

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় আরও ৬১ জন করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৫১ জন নগরের ও ১০ জন চট্টগ্রামের বিভিন্ন উপজেলার। ফলে চট্টগ্রামে মোট করোনা পজিটিভ শনাক্ত হওয়া রোগীর সংখ্যা বেড়ে দাড়ালো ৫৭৩ জনে।

গত ২৪ ঘন্টায় ৪টি ল্যাবে ৪২৪ টি নমুনা পরীক্ষা করে মোট ৭৬ জন করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৬১ জন চট্টগ্রাম জেলার। বাকি ১৫ জন ভিন্ন জেলার।

বৃহস্পতিবার (১৪ মে) রাত ১১ টা নাগাদ চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী এসব তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন বলেন, বৃহস্পতিবার চট্টগ্রামের ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২৫৭টি নমুনা পরীক্ষা করে ৩৩ জন পজিটিভ রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম মহনাগরের ২৬ জন, বাঁশখালী, বোয়ালখালী ও রাঙ্গুনিয়ার ১ জন করে মোট ৩ জন রয়েছেন। বিআইটিআইডিতে শনাক্ত হওয়া বাকি ৪ জন ভিন্ন জেলার বাসিন্দা।

নগরীর ঘনবসতিপূর্ণ আলকরণ এলাকায় একইসঙ্গে পাওয়া গেল চারজন করোনা পজিটিভ। অন্যদিকে চমেক ল্যাবে করোনা শনাক্তদের মধ্যে রয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ইউনিটের ৩৬ বছর বয়সী একজন মহিলা ডাক্তার। এছাড়া চকবাজারের বাসিন্দা ২৭ বছর বয়সী অপর এক নারী ডাক্তারও করোনায় আক্রান্ত হলেন।

বিআইটিআইডি ল্যাব
বিআইটিআইডির পরীক্ষায় গত ২৪ ঘন্টায় আলকরণে ৪২ ও ৮৫ বছর বয়সী দুই মহিলা, ১২ বছর বয়সী এক কিশোরী ছাড়াও ১৬ বছরের এক কিশোরের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নগরীর ফিরিঙ্গিবাজার ৫৩ ও ৩০ বছর বয়সী দুজন পুরুষ, ফৌজদারহাট বিআইটিআইডি চিকিৎসাধীন ৩০ বছর বয়সী মহিলা ও ৪২ বছর বয়সী পুরুষ, চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালের ৪০ বছর বয়সী মহিলা, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ কর্মরত ১৯ বছর দুজন পুরুষ ও ৩৫ বছর বয়সী একজন পুরুষের মধ্যেও করোনাভাইরাস শনাক্ত হল। এদিকে পতেঙ্গা খেজুরতলায় ৪২ বছর বয়সী পুরুষ, বায়েজিদ বার্মা কলোনিতে ২১ বছর বয়সী পুরুষ, বন্দর ফ্রি পোর্টে ৩২ বছর বয়সী পুরুষ, অক্সিজেন এলাকায় ৬৫ বছর বয়সী পুরুষ, অক্সিজেন কালাপোলে ৩৪ বছর বয়সী পুরুষ, পাথরঘাটায় ৫০ বছর বয়সী পুরুষ, কাটগড় এলাকায় ৩৫ বছর বয়সী পুরুষ, কর্ণফুলী শিকলবাহায় ৩৫ বছর বয়সী পুরুষ, নিউ চান্দগাঁও থানায় ৫৫ বছর বয়সী পুরুষও করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।

এছাড়া বন্দর এলাকায় ১৪ বছর বয়সী কিশোর, চট্টগ্রাম করোনা ফিল্ড হাসপাতালে চিকিৎসাধীন ১৯ বছর বয়সী পুরুষ, চশমা হিল মেয়র গলিতে ৫৫ বছর বয়সী পুরুষ, ফিরোজশাহ কলোনি ৩৮ বছর বয়সী পুরুষ করোনায় আক্রান্ত হয়েছেন।

নগরীর বাইরে বোয়ালখালী উপজেলায় ২৩ বছর বয়সী পুরুষ, রাঙ্গুনিয়া উপজেলায় ৪০ বছর বয়সী পুরুষ, বাঁশখালী উপজেলায় ৩০ বছর বয়সী পুরুষের মধ্যে করোনাভাইরাসের জীবাণু মিলেছে। অন্যদিকে রাঙ্গামাটির রিজার্ভবাজারেও ৪০ বছর বয়সী এক পুরুষের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।

এছাড়া বন্দর এলাকায় ১৪ বছর বয়সী কিশোর, চট্টগ্রাম করোনা ফিল্ড হাসপাতালে চিকিৎসাধীন ১৯ বছর বয়সী পুরুষ, চশমা হিল মেয়র গলিতে ৫৫ বছর বয়সী পুরুষ, ফিরোজশাহ কলোনি ৩৮ বছর বয়সী পুরুষ করোনায় আক্রান্ত হয়েছেন।

নগরীর বাইরে বোয়ালখালী উপজেলায় ২৩ বছর বয়সী পুরুষ, রাঙ্গুনিয়া উপজেলায় ৪০ বছর বয়সী পুরুষ, বাঁশখালী উপজেলায় ৩০ বছর বয়সী পুরুষের মধ্যে করোনাভাইরাসের জীবাণু মিলেছে। অন্যদিকে রাঙ্গামাটির রিজার্ভবাজারেও ৪০ বছর বয়সী এক পুরুষের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাব
একই দিনে চট্টগ্রাম মেডিকেল কলেজের ল্যাবে ৬৬ টি নমুনা পরীক্ষা করে ২৬ জন পজিটিভ রোগী পাওয়া গেছে। যার মধ্যে মহানগর এলাকায় ২৫ টি। অন্যজন রাঙ্গুনিয়ার। চমেক ল্যাবে শনাক্ত হওয়াদের মধ্যে রয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ইউনিটের ৩৬ বছর বয়সী একজন মহিলা ডাক্তার।

চমেক ল্যাবে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসের রিপোর্ট পজিটিভ এসেছে হালিশহরের ৮৫ বছর বয়সী এক পুরুষ, লালখানবাজার এমএম আলী রোডের ৫০ বছর বয়সী মহিলা, চান্দগাঁও আবাসিক এলাকা এ-ব্লকের ৪৫ বছর বয়সী এক পুরুষ, গোসাইলডাঙ্গা এলাকার ৫৫ বছর বয়সী এক পুরুষ, আজিজ মসজিদ এলাকার ২৩ বছর বয়সী এক পুরুষ, আন্দরকিল্লার ৫২ বছর বয়সী পুরুষ, খলিফাপট্টির ৩৩ বছর বয়সী পুরুষ, টেরিবাজারের ৬২ বছর বয়সী পুরুষ, বাকলিয়া ৭২ বছর বয়সী পুরুষ, চকবাজারের ২৭ বছর বয়সী এক মহিলার।

এছাড়া করোনাভাইরাস শনাক্ত হয়েছে পতেঙ্গার ৩৭ বছর বয়সী এক মহিলা, কোতোয়ালী থানা এলাকার ৪৫ বছর বয়সী মহিলা, কোতোয়ালীর সতীশ বাবু লেইনের ১৬ বছর বয়সী মহিলা, কোতোয়ালীর কোরবানীগঞ্জের ৪৩ বছর বয়সী এক পুরুষ, ফিরিঙ্গিবাজারের ৭১ বছর বয়সী পুরুষ, পাথরঘাটার ৩৩ বছর বয়সী পুরুষ, নন্দনকাননের ৭৫ বছর বয়সী এক পুরুষ।

অন্যদিকে আছদগঞ্জের ১৭ বছর বয়সী এক মহিলা, নিউমুরিং বিএনএস পতেঙ্গা এলাকার ১৮ বছর বয়সী তরুণী, আগ্রাবাদের ৫৩ বছর বয়সী এক মহিলা,কর্ণফুলী উপজেলার জুলধা ৬০ বছর বয়সী পুরুষ, অক্সিজেন মোড়ের ২৭ বছর বয়সী পুরুষ এবং ডবলমুরিং সিডিএ এলাকার বছর বয়সী এক ৫৫ পুরুষও করোনায় আক্রান্ত হওয়ার রিপোর্ট এসেছে।

চমেক ল্যাবে এছাড়া রাঙ্গুনিয়ায় ৩৮ বছর এক পুরুষের শরীরে করোনা শনাক্ত হয়েছে। ৩৩ বছর বয়সী অপর এক পুরুষের ঠিকানা জানা যায়নি।

ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাব
অন্যদিকে চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটির ল্যাবে ৭১টি নমুনা পরীক্ষার ফলাফলে ১৭ জন পজিটিভ পাওয়া গেছে। সিভাসুতে শনাক্ত হওয়া ১৭ জনের ৬ জন পটিয়া উপজেলার। বাকি ১১ জন ভিন্ন জেলার।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব
এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম জেলার ৩০টি নমুনা পরীক্ষার সবগুলোই নেগেটিভ ফলাফল এসেছে বলে জানান সিভিল সার্জন।

এআরটি/এসআর/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!