ডাকাতের ছোড়া স্প্রেতে মুহূর্তেই অজ্ঞান একই পরিবারের ৫ জন

মিরসরাই

চট্টগ্রামের মিরসরাইয়ে ডাকাতির চেষ্টাকালে আলাউদ্দিন (৩৫) নামের একজনকে আটক করেছে পুলিশ। সোমবার (৪ নভেম্বর) রাত সাড়ে ১১টায় জোরারগঞ্জ ইউনিয়নের নন্দনপুর এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় ডাকাতের ছোড়া স্প্রের বিষাক্ত গ্যাসে আহত হয়েছেন একই পরিবারের ৫ জন। তারা হলেন নন্দনপুর এলাকার দারোগা বাড়ির শফিকুর রহমানের স্ত্রী রওশন আরা বেগম (৬৫), আতিকুর রহমানের মেয়ে নাবিলা (৫), নাজরান (১০ মাস), মুকুল ইসলামের স্ত্রী মায়া (৩৪) ও মোস্তাফিজুর রহমানের ছেলে রেজাউল রহমান (৫১)।

আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানায়, সোমবার রাতে ডাকাতদল ঘরে ঢুকে স্প্রের বিষাক্ত গ্যাস ছুড়ে একই পরিবারের পাঁচ-ছয়জনের ওপর হামলা করে। এতে কয়েকজন তাৎক্ষণিক অজ্ঞান হয়ে পড়ে। অন্যদের চিৎকার শুনে এলাকাবাসীরা ছুটে এসে ডাকাত দলকে ধাওয়া করে। পালানোর সময় ডাকাতদলের এক সদস্যকে আটক করেন এলাকাবাসী। আটক ওই ডাকাত নোয়াখালী জেলার কবিরহাটের আহমেদ করিমের ছেলে।

জোরারগঞ্জ থানার এসআই সিরাজুল ইসলাম বলেন, ‘এটি ডাকাতির ঘটনা নয়। তারা চুরির উদ্দেশ্যে গিয়েছিল। এ সময় চোরকে আটক করা হয়েছে এবং স্প্রের গ্যাসে আহত ৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখনো মামলা হয়নি।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!