ডাকাতির সময় ৫ রোহিঙ্গা আটক উখিয়ায়

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-২ ইস্টে ডাকাতির প্রস্তুতি সময় পাঁচ রোহিঙ্গাকে আটক করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় তাদের কাছ থেকে ১ টি কিরিচ, ৪টি চাপাতি ও ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বুধবার (২০ জুলাই) রাত সাড়ে ৩টার দিকে রোহিঙ্গা ক্যাম্প-২ ইস্টের সাব ব্লক ডব্লিউ/১ এর পার্শ্ববর্তী দোকানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন হোসেন আহম্মেদের ছেলে মোহাম্মদ সাদেক (২৪), নুর মোহাম্মদের ছেলে জোবায়ের (২২), সিরাজুল হকের ছেলে মোহাম্মদ আমিন (৩৪), আব্দু শুক্কুরের ছেলে মোহাম্মদ আকাশ (১৮) ও আব্দুর রহিমের ছেলে আব্দুল আমিন (২২)।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ১৪ এপিবিএনের পুলিশ সুপার নাইমুল হক।

পুলিশ সুপার নাইমুল হক বলেন, ‘একটি গ্রুপ অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে এপিবিএনের একটি দল রাতে রোহিঙ্গা ক্যাম্প-২ ইস্টের সাব ব্লক ডব্লিউ /১ এ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ পাঁচজনকে আটক করে।’

আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!