ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কর্ণফুলীতে পাথর ব্যবসায়ীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ড্রাম ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক বাইক আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ফসিল ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে। কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতের নাম কবীর আহমেদ (৪০), তিনি পাথর ব্যবসায়ী। ঘটনাস্থল থেকে এসআই মো. আরিফ জানান, ‘পণ্যবাহী ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে একজন পাথর ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত মোটর সাইকেল আরোহী কবির আহমেদ উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের তোয়াব আলী চেয়ারম্যান বাড়ির জামাল আহমেদের পুত্র।’

জানতে চাইলে কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ ওসি দুলাল মাহমুদ বলেন, ‘ঘটনাস্থলে সিসি ক্যামেরা না থাকায় এই ঘটনায় কাউকে শনাক্ত কিংবা আটক করা হয়নি। লাশ এখন থানায় রয়েছে।’

তবে প্রত্যক্ষদর্শীরা জানান, ডায়মন্ড সিমেন্টের একটি গাড়ি উক্ত মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান মোটরসাইকেলের চালক কবীর।

কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!