ট্রাক-বাস মুখোমুখি সংঘর্ষে ৯ পোশাক শ্রমিক আহত

দ্রুতগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পোশাক শ্রমিক বহনকারী বাসের মুখোমুখি ধাক্কায় চট্টগ্রামের আনোয়ারা থানার সরকারহাট এলাকায় অন্তত নয় জন গুরুতর আহত হয়েছে। আহতরা আনোয়ারা উপজেলার কুরিয়ান ইপিজেডের পোশাক শ্রমিক।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-বাঁশখালী সড়কের তৈলারদ্বীপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শফিক আহম্মদের দুই মেয়ে রোজীনা আকতার (২৫) ও হাবিবা আকতার (১৮), একই উপজেলার শাহাবুদ্দিনের স্ত্রী জাহারানা বেগম (২৪) এবং একই উপজেলার রুপক দের স্ত্রীর চম্পা দাশ (২৪)। এ ছাড়া নিলু মজুমদার (৩০), খোরাই জান্নাত (২৩), মো. ইকবাল (৩৪), বিলকিস বেগম (৩২), মনোয়ারা বেগম (২৭)। তাদের ঠিকানা ও পরিচয় পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ সহকারী পরিদর্শক এএসআই মো. আলাউদ্দিন বলেন, ‘সকাল সোয়া নয়টার দিকে নয়জন পোশাক শ্রমিক আহত হয়ে হাসপাতালে আনা হলে তাদের ভর্তি করানো হয়। তারা সবাই বাঁশখালী উপজেলার বাসিন্দা। আনোয়ারা কুরিয়ান ইপিজেডের পোশাক শ্রমিক।’

চিকিৎসকের বরাত দিয়ে আলাউদ্দিন আরও বলেন, ‘আহত নয় পোশাকশ্রমিক সবাই আশঙ্কামুক্ত। মেডিকেলের ২০ ও ২৪ নম্বর ওয়ার্ডে তাদের সবার চিকিৎসা চলছে।’

মুআ/এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!