ট্রাক ড্রাইভারের কাছে মিললো ২৬ হাজার ইয়াবা

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার রাজবাড়ি এলাকায় ২৬ হাজার ২শ পিস ইয়াবাসহ মশিউর রহমান লিটন (৩৫) নামে এক ট্রাক চালক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় ইয়াবা বহনে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়েছে।

শনিবার (১৭ আগস্ট) ভোররাতে কনভেনশন সেন্টারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মশিউর রহমান পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরশিবা এলাকায় সেলিম গাজীর পুত্র। মশিউর রহমান লিটন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানা গেছে। তিনি ট্রাক চালানোর আড়ালে মাদক ব্যবসা করতেন বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৭ এর পুলিশ সুপার মো. মাশকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোররাতে অভিযান চালিয়ে মো. মশিউর রহমান লিটন নামে এক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে চল্লাশি চালিয়ে তার ব্যবহৃত পরিবহন থেকে ২৬ হাজার ২০০ পিসসহ ট্রাকটি জব্দ করা হয়।

মাশকুর রহমান আরো বলেন, লিটন একজন প্রফেশনাল মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

আজাদ/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!