ট্রাক চাপায় প্রাণ হারালেন ডিজিএফআই কর্মকর্তা

সামরিক গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই) কর্মকর্তা (চট্টগ্রাম বন্দরের দায়িত্বপ্রাপ্ত) মোহাম্মদ মিনহাজুল ইসলাম সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

রোববার (৪ এপ্রিল) বিকেলে চিকিৎসাধিন অবস্থায় চমেক হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।

এর আগে রোববার সকালে চট্টগ্রাম বন্দরের এনসিটি জেটিতে যাওয়ার পথে বন্দর থানাধিন ক্রসিং এলাকায় একটি ট্রাক তাকে চাপা দেয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। চট্টগ্রাম বন্দরে দায়িত্বরত ডিজিএফআই’ র একজন সদস্য জানান, সকালে সরকারি কাজে বের হয়েছিলেন মিনহাজ। এনসিটি জেটিতে যাওয়ার কথা ছিল তার। কিন্তু বন্দরের পণ্য নিয়ে বের হয়ে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে তিনি মোটর সাইকেল থেকে পড়ে গিয়ে মাথায় আঘাত প্রাপ্ত হন।

হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দ্রুত আইসিইউতে প্রেরণ করেন। পরে বিকাল তিনটার দিকে মিনহাজ শেষ নিশ্চাশ ত্যাগ করেন। তাকে চাপা দেওয়া ট্রাকটি এখনো আটক করা হয়নি বলে জানান মিনহাজের ওই সহকর্মী।

তবে, সিসিটিভি ভিডিও সংগ্রহ করে ট্রাকটি ট্রেসিং করার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। মিনহাজের বাড়ি নওগাঁয়। সকালে তার লাশ নওগাঁ নিয়ে দাফন করা হবে বলে জানান মিনহাজের বড় বোনের জামাই সাজিদুল ইসলাম।

এএস/কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!