ট্রাকে ২৩ হাজার ইয়াবা যাচ্ছিল ঢাকায়, খুলশীতে ধরা

কক্সবাজার থেকে আসা মিনি ট্রাকটি চট্টগ্রাম নগরীর খুলশী থানার আমবাগান এলাকা পার হতেই পড়লো পুলিশের হাতে। এরপর তল্লাশি চালাতেই সেখান থেকে বের হল বিশেষ কৌশলে রাখা সাড়ে ২৩ হাজার পিস ইয়াবা।

বুধবার (২২ জানুয়ারি) রাতে ঘটলো এই ঘটনা। এ সময় ট্রাকচালক সৈয়দ হোসেন বাদশা (২৮) ও তার সহকারী আবু তাহেরকে (৩২) আটক করা হয়। দুজনের বাড়িই কক্সবাজারের চকরিয়া উপজেলায়।

জানা গেছে, কক্সবাজারের টেকনাফের বাসিন্দা সাইফুল ইয়াবাগুলো ট্রাকে করে ঢাকায় পাঠাচ্ছিলেন। পুলিশ সদর দপ্তর থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে কাউন্টার টেরোরিজম ইউনিটের একটি দল চট্টগ্রাম নগরীর খুলশী থানার আমবাগান এলাকার ভাঙা পুলের কাছে ট্রাকটি আটকে তল্লাশি চালায়। পরে ট্রাকচালক ও সহকারীর ইয়াবা বহনের বিষয়টি স্বীকার করার পর ট্রাকের ডেস্ক বোর্ড ও এয়ার ফিল্টারের ভেতরে বিশেষ কৌশলে রাখা সাড়ে ২৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তবে ইয়াবাগুলো ঢাকায় কার কাছে পাঠানো হচ্ছে তা বের করতে পারেনি পুলিশ। জিজ্ঞাসাবাদে ট্রাকচালক জানিয়েছেন, মেঘনা সেতু পার হলেই তাকে প্রাপকের নাম জানানো হবে বলে টেকনাফ থেকে জানানো হয়েছিল। তাই তিনি প্রাপকের নাম জানতেন না।

খুলশী থানায় এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!