ট্রলি উল্টে প্রাণ গেল শ্রমিকের

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক সীমান্ত সড়কে ট্রলি উল্টে ইটভাঙার এক শ্রমিক নিহত হয়েছেন।

নিহত শ্রমিক হলেন- সাদ্দাম হোসেন (৩০)। তিনি দীঘিনালা উপজেলা মধ্যে বেতছড়ি গোরস্থান পাড়া খলিল মুন্সির ছেলে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) রাত ৯টায় এ দুর্ঘটনা ঘটে।

ঠিকাদার সাইফুল ইসলাম জানান, ছয় চাকা গাড়ির (ট্রলি) সঙ্গে ইট ভাঙার মেশিন বেঁধে নিয়ে সিজুগ ছড়া থেকে উদয়পুর যাওয়ার সময় সীমান্ত সড়কের মাঝখানে পাহাড় উঠতে গিয়ে ট্রলিটি উল্টে যায়। এ সময় ট্রলির নিচে চাপা পড়ে ইট ভাঙা শ্রমিক মো. সাদ্দাম হোসেন ঘটনা স্থলে নিহত হয়। দুর্ঘটনায় গাড়ির চালক রিপন ও সবুর নামে আরও দুই শ্রমিক আহত হয়। সেনাবাহিনী ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে জানতে সাজেক থানার ওসি মো. ইসরাফিল মজুমদারের ফোনে যোগাযোগ করেও সংযোগ পাওয়া যায়নি।

এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!