ট্রলার মালিকরা নিষেধাজ্ঞা মানতে চায় না : মৎস্য প্রতিমন্ত্রী

বঙ্গোপসাগরে সকল প্রকার মৎস নৌযান কর্তৃক মৎস ও ক্রাস্টাসিয়ান্স আহরণ বন্ধে জেলে ও ট্রলার মালিকদের সঙ্গে মতবিনিময় করেছেন মৎস ও প্রাণীসম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খাঁন খসরু।

বৃহস্পতিবার (১৬ মে) সকাল ১১ টায় সার্কিট হাউসে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সভায় প্রতিমন্ত্রী বলেন, আগামী ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত মোট ৬৫ দিন বঙ্গোপসাগরে মাছ ধরা বন্ধ রাখতে হবে। এ সময় জেলেদের জন্যে বিভিন্ন কর্মসূচি নির্ধারণ করেছে সরকার। জেলেদের ছাগল, ভেড়া দেওয়া দেয়া হবে। ট্রলার মালিকরা এসব নিষেধাজ্ঞা মানতে চায় না।
জেলে ও ট্রলার মালিক সমিতির নেতারা ফিশিংবোট বন্ধের প্রতিবাদ করে বলেন, টানা ৬৫ দিন মাছ ধরা বন্ধ করলে সাধারণ জেলেদের পরিবার চালাতে কষ্ট হয়। এ বিষয়টি বিবেচনার জন্যে কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি।

সভায় উপস্থিত ছিলেন মৎস মন্ত্রণালয়ের সচিব মো. রইছউল আলম মন্ডল, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, নৌ-বাহিনীর পুলিশ প্রশাসনের উর্ধতন কর্মকর্তা, জেলে ও ট্রলার মালিক সমিতির নেতৃবৃন্দ।

আরএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!