টেলিস্কোপ দিয়ে চাঁদ দেখার উৎসব খাগড়াছড়িতে

চাঁদ দেখতে পছন্দ করে না এমন মানুষ সহজে খুঁজে পাওয়া যাবে না। বাড়ির ছাদে কিংবা বেলকনিতে, অথবা মাটিতে খোলা আকাশে নিচে দাঁড়িয়ে খালি চোখে আমরা চাঁদ দেখি। এবার বৈশাখী পূর্ণিমার চাঁদ দেখার উৎসবের আয়োজন করেছে খাগড়াছড়ি এস্ট্রোনমিক্যাল সোসাইটি। উৎসবে ছিল টেলিস্কোপ দিয়ে চাঁদ দেখার সুযোগ।

রোববার (১৫ মে) সন্ধ্যা ৬টায় খাগড়াছড়ি শহরের বটতলী সড়কের কোলা আকাশের নিচে চাঁদ দেখা উৎসবের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা শিক্ষা কর্মকর্তা উত্তম খীসা বলেন, ‘এটি এস্ট্রোনমিক্যালের একটি মহৎ ও শিক্ষণীয় উদ্যোগ। বিশেষ করে নতুন প্রজন্মের যারা বিজ্ঞানে আগ্রহী তাদের জন্য শিক্ষণীয়। আমাদের বিজ্ঞানবৃত্তিক যে মেলাগুলো হয় তাতে নতুন প্রজন্ম চাঁদ ও সৌরজগতের বিষয়গুলোর সঙ্গে যাতে পরিচিত হয়, আমি সেই সহযোগিতা করব।’

খাগড়াছড়ি এস্ট্রোনমিক্যাল সোসাইটি আহ্বায়ক সবুজ চাকমা বলেন, ‘পূর্ণিমার চাঁদ দেখার উৎসবের মধ্যদিয়েই আজ প্রথম অগ্রযাত্রা। নতুন প্রজন্মদের বিজ্ঞানমনস্ক করে তোলায় আমাদের মূল উদ্দেশ্য। চাঁদ নিয়ে বিভিন্ন ধরনের মানুষের মন্তব্য থাকে। সৌরজগৎ এবং সকল গ্রহ-নক্ষত্র নিয়ে আমরা ভবিষ্যতে কাজ করব। যারা পড়ালেখা জানে না তাদেরও আমরা এর আওতায় আনব। যেন মানুষ বিজ্ঞানমনস্ক হয়।’

চাঁদ দেখতে আসা ডলিপ্রু মারমা বলেন, ‘চাঁদ দেখতে বিকালে আগেভাগে চলে এসেছি। খুব সুন্দর চাঁদ দেখেছি।’

আয়োজক চাইথোয়াই মারমা বলেন, ‘আমরা জেলার স্কুলে স্কুলে গিয়ে প্রর্দশনী করব। প্রতি পূর্ণিমা রাতে চাঁদ দেখার সুযোগ করে দেবো।’

চাঁদ দেখা উৎসবে শহরের বিভিন্ন এলাকা থেকে চাঁদপ্রেমীরা এসে টেলিস্কোপের মাধ্যমে চাঁদ দেখেছে।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!