টেরিবাজারের হোটেলে থাকছেন জেনারেল হাসপাতালের ডাক্তাররা

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ‘করোনা আইসোলেশন ওয়ার্ডে’ যেসব চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী কাজ করছেন, তারা থাকবেন নগরীর টেরিবাজারের একটি হোটেলে।

রোববার (১২ এপ্রিল) থেকে জেনারেল হাসপাতালে ঢোকার মুখে হোটেল আল ইমাম নামের ওই হোটেলে থাকছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ‘করোনা আইসোলেশন ওয়ার্ডে’ বর্তমানে দায়িত্ব পালন করছেন ১৭ জন চিকিৎসক-নার্স ও স্বাস্থ্যকর্মী। পরিবারের সঙ্গে থাকা ঝুঁকিপূর্ণ বলে তারা এখন থেকে টেরিবাজারের ওই হোটেলেই থাকবেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে।

শুরুতে অবশ্য জেনারেল হাসপাতালের চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের থাকার জন্য নগরীর আসকার দীঘি এলাকার লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র নির্ধারণ করা হয়েছিল। পরে জেলা প্রশাসকের সাথে কথা বলে টেরিবাজারের ওই হোটেলটি নির্ধারণ করা হয়। ওই ১৭ জন চিকিৎসক-নার্স ও স্বাস্থ্যকর্মীর খাবারও হাসপাতাল থেকে রান্না করে পাঠানো হচ্ছে।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!