টেকনাফে ‌‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গাসহ দুই যুবক নিহত

বিজিবির সংবাদ সম্মেলন

কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গাসহ দুই যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে টেকনাফের পূর্ব লেদা রোহিঙ্গা ক্যাম্প এলাকার খালে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। নিহতরা হলেন, উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মো. ইসলামের ছেলে মো. কামাল (২২) এবং হোয়াইক্যং ইউনিয়নের মহেশখালীয়া পাড়ার আবু শামার ছেলে মো. হাবিবুর রহমান (২৩)। এ ঘটনায় বিজিবির তিন সদস্য আহত হয়েছেন। বিজিবির দাবি, নিহতরা মাদক ব্যবসায়ী। এ সময় ঘটনাস্থল থেকে এক লাখ ইয়াবা ও দুইটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন টেকনাফ বিজিবির কমান্ডার লে. কর্নেল ফয়সাল হাসান খান। তিনি বলেন, মঙ্গলবার রাতে মিয়ানমার থেকে একটি ইয়াবারচালান নাফনদী হয়ে পূর্ব লেদা খাল দিয়ে বাংলাদেশে ঢুকছে এমন খবর পেয়ে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের টহল দল পূর্ব লেদা হাইস্কুল সংলগ্ন খালে অবস্থান নেয়। এর কিছুক্ষণ পর ৮ থেকে ১০ জন লোককে হাতে পোটলা নিয়ে সামনের দিকে আসতে দেখলে বিজিবি তাদের চ্যালেঞ্জ করে।

তখন মাদক কারবারীরা বিজিবিকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এতে বিজিবি সদস্য মফিজুর রহমান (২৪), উজ্জ্বল হোসেন (২৬) ও ইমরান হোসেন (২৪) আহত হন। তখন বিজিবি আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে মাদক কারবারিরা পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল তল্লাশি করে অস্ত্র ও ইয়াবাসহ গুলিবিদ্ধ দুইজনকে উদ্ধার করে টেকনাফ উপজেলা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাদের অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দুই যুবককে কক্সবাজার হাসপাতালে রেফার করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতদের পরিচয় শনাক্ত করে। বুধবার (২৪ জুলাই) ভোরে তাদের লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পৃথক মামলার প্রস্তুতি চলছে।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!