টেকনাফে ৭১ ভরি স্বর্ণসহ রোহিঙ্গা আটক

টেকনাফে ৭১ ভরি ওজনের ৫টি স্বর্ণের বারসহ এক রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি সদস্যরা। আটককৃত রোহিঙ্গার নাম মো. শফিউল্লাহ (৪০)। সে উখিয়া বালুখালী রোহিঙ্গা শিবিরের ৯ নম্বর ক্যাম্পের বাসিন্দা মো. রশিদ অাহমদের ছেলে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যায় টেকনাফ ২ বিজিবির এক প্রেস বার্তায় এ তথ্য জানানো হয়েছে৷

ওই বার্তায় বলা হয়, টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের হোয়াইক্যং চেকপোস্টে দায়িত্বরত বিজিবি সদস্যরা কক্সবাজারগামী স্পেশাল সার্ভিস নামে একটি যাত্রীবাহি গাড়ি থামিয়্র তল্লাশি করেন। ওইসময় শফিউল্লাহ নামে একজনের পাঞ্জাবির পকেট থেকে ৫টি স্বর্ণের বার পেলে তাকে আটক করে বিজিবি। পরিমাপ করে শফিউল্লাহর কাছে ৭১ভরি ১ আনা ৫ রত্তি ৫ পয়েন্ট স্বর্ণ পাওয়া যায়। এর আনুমানিক বাজার মূল্য ৪৩ লাখ ২ হাজার ৭৪৭ টাকা।

অভিযানের সত্যতা নিশ্চিত করে ২বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি) বলেন, আটককৃত স্বর্ণ পাচারকারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে টেকনাফ থানায়।

এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!