টেকনাফে ৬০ হাজার ইয়াবা ও পিস্তল নিয়ে ধরা ছাত্রলীগ নেতা

কক্সবাজারের টেকনাফে বিদেশি পিস্তল ও ৬০ হাজার ইয়াবাসহ আবদুল মোতালেব ফরহাদ (২৫) নামের এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ফরহাদ হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং পশ্চিম লেদা এলাকার আমীর হোসেনের ছেলে।

বুধবার (৪ ডিসেম্বর) রাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা স্টেশনের ‘লেদা স্পোটিং ক্লাব’ থেকে তাকে আটক করা হয়।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় টেকনাফ-২ ব্যাটালিয়ন সদর দপ্তরে অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান সংবাদ সম্মেলনে জানান, বড় একটি ইয়াবা চালান মজুদ রাখার খবর পেয়ে লেদা স্পোটিং ক্লাবে অভিযান পরিচালনা করে বিজিবি। এ সময় ক্লাবের গেটে ফরহাদ নামের এক যুবকের কোমরে তল্লাশী করে একটি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড তাজা কার্তুজ ও একটি ম্যাগাজিন পাওয়া যায়। পরে ক্লাবের ভেতর থেকে ৮টি কার্টুন জব্দ করা হয়। এর মধ্যে ৬টি কার্টুনে পাওয়া যায় ৬০ হাজার ইয়াবা। বাকি দুটিতে পাওয়া যায় মুগডাল। ফরহাদের বিরুদ্ধে দুটি মামলা করে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!