টেকনাফে ২১০টি মিয়ানমারের সীমসহ ৩ রোহিঙ্গা আটক

কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর থেকে ২১০টি মিয়ানমারের সিম কার্ডসহ ৩ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। সীমগুলো মিয়ানমারের ‘কিউএমপিটি’ মোবাইল ফোন কোম্পানির। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টায় তাদের আটক করা হয়। আটক ৩ জনের মধ্যে ২ জন বাংলাদেশে অবস্থানকারী ক্যাম্পের রোহিঙ্গা এবং অপর জন মিয়ানমারে অবস্থানকারী রোহিঙ্গা। আটককৃতরা হলেন জামতলী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের মো. শরীফের পুত্র রবি আলম (১৯), মুচনী ক্যাম্পের হোসনের পুত্র সেলিম (২৫) এবং মিয়ানমারের মংডু নুর আলমের পুত্র নুর হাসান (২৪)।

টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এবিএমএস দোহা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যায় টেকনাফ স্থল বন্দরে অভিযান চালিয়ে ২১০টি সিম কার্ডসহ ৩ জন রোহিঙ্গাকে আটক করা হয়। বাংলাদেশ সরকার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পগুলোতে গত এক সপ্তাহ ধরে ৩ জি এবং ৪ জি বন্ধ করে দেয়। নেটওয়ার্ক বন্ধ করে দেওয়ার পরেও রোহিঙ্গারা ক্যাম্পগুলোতে ওয়াইফাই এবং মিয়ানমারের মোবাইল অপারেটরের সিম ব্যবহার করে নেট পুরোদমে সচল রেখেছে বলে অভিযোগ রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!