টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত, র‌্যাবের দাবি, মাদককারবারি

কক্সবাজারের টেকনাফে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রুবেল (২৫) নামের এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ভোরে টেকনাফ সদরের বড় হাবিবছড়া গ্রামের মেরিন ড্রাইভ সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।

রুবেল টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া জুম্মাপাড়া এলাকার মো. সিদ্দিকের ছেলে।

র‌্যাবের দাবি, নিহত রুবেল মাদককারবারি। তিনি টেকনাফ থানায় দুই লাখ পিস ইয়াবা উদ্ধার মামলার পলাতক আসামি ছিলেন।

র‌্যাব-১৫ এর টেকনাফ ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট মির্জা শাহেদ মাহতাব বলেন, ‘র‌্যাবের একটি দল টেকনাফ সদরের বড় হাবিবছড়া গ্রামের মেরিন ড্রাইভ এলাকায় অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি করে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ এক মাদক কারবারিকে উদ্ধার করা হয়। তাকে টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ সময় ঘটনাস্থল তল্লাশি করে ১০ হাজার ইয়াবা একটি দেশীয় অস্ত্র, দুই রাউন্ড তাজা কার্তুজ, এক রাউন্ড খালি গুলির খোসা উদ্ধার করা হয়।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!