টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ইয়াবা কারবারি নিহত

টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা কারবারি দুদু মিয়া নিহত হয়েছে।

শুক্রবার (১০ মে) রাত একটার দিকে সাবরাং ইউনিয়নের মুন্ডারডেইল এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
এ সময় ঘটনাস্থল থেকে ৫টি অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়। নিহত দুদু মিয়া উপজেলার নাজিরপাড়া এলাকার মৃত সোলতান আহাম্মদের পুত্র।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ। তিনি চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারি দুদু মিয়ার স্বীকারোক্তি অনুযায়ী মধ্যরাতে মহেশখালীয়া পাড়া এলাকায় অস্ত্র ও ইয়াবা উদ্ধারে অভিযানে যায় পুলিশ। এ সময় দুদু মিয়ার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতে এএসআই সনজিৎ, এএসআই নাজিম উদ্দিন, কনেস্টবল ইব্রাহিম আহত হয়। পুলিশ সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে মাদক কারবারিরা পলিয়ে যায়। ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় দুদু মিয়া মাটিতে পড়ে থাকে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে দেশীয় তৈরি ৫টি অস্ত্র, ১৩ রাউন্ড গুলি ও ৪ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, নিহত দুদু মিয়ার বিরুদ্ধে মাদক, অস্ত্র ও পুলিশের উপর হামলা সংক্রান্ত অভিযোগে ৬টি মামলা রয়েছে।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!