টেকনাফে নৌকায় মিলল ৭ লাখ পিস ইয়াবা

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৭ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড সদস্যরা। তবে এ ঘটনায় পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে না পারলেও ইয়াবা বহনকারী একটি নৌকা জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুলাই) দিনগত রাত ১২টার দিকে টেকনাফের জালিয়ারদ্বীপ সংলগ্ন নাফ নদীতে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. সোহেল রানা। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মিয়ানমার হয়ে একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করবে। এমন সংবাদের ভিত্তিতে স্টেশন কমান্ডার সোহেল রানার নেতৃত্বে কোস্টগার্ডের একটি বিশেষ দল নাফ নদীতে অবস্থান নেয়। রাত ১২ টার দিকে একটি নৌকাযোগে ইয়াবা ব্যবসায়ীরা বাংলাদেশের তীরে দিকে আসতে থাকে। এ সময় কোস্টগার্ডের ওই দলটি চ্যালেঞ্জ করলে নৌকাটি নদীতে ডুবিয়ে দিয়ে পাচারকারীরা সাতরিয়ে পালিয়ে যায়। কোস্টগার্ড বাহিনী নৌকাটি উদ্ধার করে তল্লাশি চালিয়ে ৭ লাখ পিস ইয়াবা পাওয়া গেছে বলেও জানান সোহেল রানা। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!