টেকনাফে দুই গাড়ির সংঘর্ষে রোহিঙ্গাসহ নিহত দুই, আহত ১১

টেকনাফে মোটরসাইকেল ও মাছবাহী মিনি পিকআপের মুখোমুখি সংঘর্ষে রোহিঙ্গাসহ দুই ব্যক্তি নিহত হন। এ ঘটনায় অন্তত ১১ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ১৯ এপ্রিল (শুক্রবার) দুপুর ১টার দিকে হ্নীলা ইউনিয়নের আলী খালি সৌরবিদ্যুৎ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী গ্রামের আবু সামার ছেলে গুরা মিয়া (৪৫) ও বালুখালী ক্যাম্পের আব্দুল হকের ছেলে মো. আয়াজ (১৫)। নিহতদের তাৎক্ষণিক বিভিন্ন হাসপতালে প্রেরণ করায় নাম ঠিকানা জানা যায়নি। তবে হতাহতের সংখ্যা বাড়তে পারে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও পুলিশ পরিদর্শক মোর্শেদুল আলম চৌধুরী সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, মাছভর্তি পিকআপ ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। মিনি পিকআপের উপরে মাছের সাথে লোকজনও অবস্থান করায় হতাহতের সংখ্যা বেড়েছে। তিনি আরো জানান যানবাহন দুটি পুলিশের হেফাজতে রয়েছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!