টেকনাফে এক জালেই চার লাখ টাকার মাছ

টেকনাফে একটি ট্রলারের জালে ধরা পড়েছে দুই প্রজাতির ২১০টি সুরমা মাছ। সোমবার (২৪ জানুয়ারি) দুপুরে টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ জেটি ঘাটে বড় আকারের মাইট্যা এবং কিছুটা ছোট চাপা মাছগুলো নিয়ে ফেরেন জেলেরা।

শাহপরীরদ্বীপের সুলতান আহমদের মালিকানাধীন ট্রলারের জেলেরা বঙ্গোপসাগরে মাছগুলো ধরেন।

সাগরে ধরা পড়া মাছগুলোর মধ্যে ৪০টি মাইট্যা সুরমা। বাকি ১৭০টি চাপা সুরমা।

ফিশিং ট্রলারের মালিক টেকনাফের শাহপরীরদ্বীপের সুলতান আহমদ বলেন- ‘বড় আকারের ৪০টি মাইট্যা সুরমার ওজন ৯ থেকে ১৬ কেজি। চাপা সুরমাগুলোর ওজন ৩ থেকে ৬ কেজির মধ্যে।

ধরা পড়া সবগুলো সুরমা মাছের মোট ওজন ৭৫৫ কেজি। মাছগুলো তিন লাখ ৯০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে’।

কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!