টেকনাফে আনসার ক্যাম্পে হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা

 

 

কক্সবাজারের টেকনাফ উপজেলায় নয়াপাড়া রেজিস্ট্রার্ড শরণার্থী ক্যাম্পের আনসার ব্যারাকে সশস্ত্র হামলায় আনসার কমান্ডার নিহত, অস্ত্র ও গুলি লুটের ঘটনায়িএকটি মামলা দায়ের হয়েছে।

cox-pic_127644

 

আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) আলমগীর হোসেন বাদী হয়ে টেকনাফ মডেল থানায় শুক্রবার গভীর রাতে এ মামলাটি দায়ের করেন। মামলায় কারো নাম উল্লেখ করা না হলেও অজ্ঞাতনামা আসামী করা হয় ৩৫ জনকে।

 

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মজিদ মামলা দায়ের হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, অজ্ঞাতনামা ৩৫ জনকে আসিামি করে দায়ের করা মামলায় ২টি এসএমজি ও ৯টি চায়না রাইফেলসহ ১১টি অস্ত্র ও ৬৭০ রাউন্ড গুলি লুট হওয়ার কথা উল্লেখ করা হয়।

 

এদিকে, এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধারে তৎপরতা অব্যাহত রেখেছে যৌথ বাহিনী।

 

রিপোর্ট : রাজীব

 

এ এস / জি এম এম / আর এস পি :::

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!