টেকনাফে আওয়ামীলীগ নেতা জাহেদ হোসেনের জানাযা সম্পন্ন

টেকনাফে আওয়ামীলীগ নেতা জাহেদ হোসেনের জানাযা সম্পন্ন 1গিয়াস উদ্দিন ভুলু , টেকনাফ : টেকনাফ সাবরাং ইউনিয়ন আওয়ামীলীগের দীর্ঘ দিনের সাহসী যোদ্ধা, সমাজ সেবক জাহেদ হোসেনের নামাজে জানাযা সম্পন্ন হয়েছে।

১৪ ফেব্রুয়ারী মঙ্গলবার বেলা ২টায় সাবরাং উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাযা অনুষ্টিত হয়। এই নামাজে জানাযা বিভিন্ন শ্রেনী পেশার শোকাহত জনতার ঢল নামে। তার পাশাপাশি জানাযায় অংশ গ্রহন করেন এবং শোকাহত পরিবারকে সমবেদনা জানিয়ে উপস্থিত শোকাহত জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন, উখিয়া-টেকনাফের মাননীয় সাংসদ আলহাজ¦ আব্দুর রহমান বদি, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সংগ্রামী সাধারন স¤পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান, সহ-সভাপতি রেজাউল করিম, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কক্সবাজার পৌরসভার বর্তমান মেয়র মাহবুবুর রহমান চৌধুরী, সাবেক সাংসদ অধ্যাপক মোহাম্মদ আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা পরিষদ সদস্য মো: শফিক মিয়া, উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল বশর, জেলা আওয়ামীলীগ নেতা ইউনুছ বাঙ্গালী, আলহাজ¦ সোনালী, বদরুল হাসান মিল্কী, মরহুমের ছোট ভাই সাবরাং ইউপি চেয়ারম্যান নুর হোসেন প্রমুখ।
জানাযায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শফিউল আলম, দৈনিক দেশবিদেশ পত্রিকার সম্পাদক মন্ডলীর সভপতি মো: ইয়াহিয়া, রামু উপজেলা আলীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল, টেকনাফ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ¦ মো: আবদুল্লাহ, ভাইস-চেয়ারম্যান মাওঃ রফিক উদ্দীন, পৌরসভার প্যানেল মেয়র মাওঃ মুজিবুর রহমান, জেলা যুবলীগ সহ-সভাপতি সোহেল আহমদ বাহাদুর, টেকনাফ পৌর আওয়ামীলীগের সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী, সাধারণ সম্পাদক মো: আলম বাহাদুর, বিএনপি নেতা সুলতান আহমদ বিএ, উপজেলা যুবলীগ সভাপতি নুরুল আলম চেয়ারম্যান, তার পাশাপাশি আওয়ামীলীগ-বিএনপি দলীয় নেতাকর্মীসহ সর্বস্থরের আপাময় জনসাধারন, আলেম ওলামা সহ রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দরা উক্ত জানাযায় অংশ গ্রহন করেন। জানাযার পূর্বে স্মৃতি চারনে নেতৃবৃন্দরা বলেন, জাহেদ হোসেন দলের জন্য ত্যাগী ও একজন সাহসী যোদ্ধা ছিলেন।

তার মৃত্যুতে দল ও অত্র এলাকার অপুরনীয় ক্ষতি হয়েছে যা কখনো পুরন হবার নয়। আমরা তার বিদেহী আতœার মাগফেরাত কামনা করছি।
উল্লেখ্য, লিভারসিরোসিস রোগে আক্রান্ত হয়ে গত ১২ ফেব্রুয়ারী বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টার দিকে ভারতের দিল্লীর ইনস্টিটিউট অব লিভার এন্ড বিলিয়ারিটি সাইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশাষ ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি পিতা, ভাই-বোন, ৫ ছেলে, স্ত্রী, আত্বীয়-স্বজন, রাজনৈতিক সহকর্মী ও শুভাকাংখীদের রেখে গেছেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!