টেকনাফের ডোবা থেকে প্রতিবন্ধী রোহিঙ্গার লাশ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে পানির ডোবা থেকে উদ্ধার হল মানসিক প্রতিবন্ধীর লাশ। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে টেকনাফ উপজেলার হ্নীলা মৌলভী বাজারের পূর্বে নির্মাণাধীন সীমান্ত সড়কের পশ্চিম পাশের একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানিয়েছে— মৃত লোকটি মানসিক প্রতিবন্ধী ও রোহিঙ্গা নাগরিক। সে লোকজনের কাছে খাবার চেয়ে খেত। এলাকায় নিজে নিজে ঘুরত। হয়ত এখানে ঘুরতে এসে পানিতে পড়ে মারা গেছে।

জানা গেছে, বৃহস্পতিবার উপজেলার হ্নীলা মৌলভী বাজারের পূর্বে নির্মাণাধীন সীমান্ত সড়কের পশ্চিম পাশে ভাসমান একটি ০মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা বিজিবি টহল দলকে অবহিত করে। এরপর থানা পুলিশকে জানানোর পর বিকাল ৩টায় টেকনাফ মডেল থানা পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

টেকনাফ মডেল থানার উপ-পরিদর্শক কামরুজ্জামান বলেন, ‘খবর পেয়ে আমি ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাই। লাশ উদ্ধার করে নিয়ে আসি। নিহতের বয়স পঞ্চাশের অধিক বলে অনুমান করা যায়। সুরতহালের সময় তার শরীরে কোন ধরনের আঘাতের চিহ্ন ছিলনা।’

এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!