টিউমারের নাম ডোনাল্ড ট্রাম্প !

টিউমারের নাম ডোনাল্ড ট্রাম্প ! 1প্রতিদিন ডেস্ক : শরীরে বিরল রোগের বাসা। কিন্তু নিজের রোগ নিয়ে রসিকতা করতে একটু পিছপা হননি তিনি। তাঁর রসিকতাই এখন সোশ্যাল মিডিয়ায় তাঁকে জনপ্রিয় করে তুলেছে। কী এমন রসিকতা? এলিস স্ট্যাপেলটন নামের ব্রিটিশ এই নারী ক্যান্সারে আক্রান্ত। তাঁর শরীরে গেড়ে বসা মারণ টিউমারটির নাম তিনি দিয়েছেন ‘ডোনাল্ড’। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামেই তাঁর টিউমারের ওই নামকরণ।

হজকিন লিম্ফোমায় আক্রান্ত এলিসের চিকিৎসা চলছে গত সেপ্টেম্বর থেকে। বারবার কেমোথেরাপি হওয়ায় রুগ্ণ হয়ে গেছেন তিনি। চুল উঠে গেছে। কিন্তু এত কষ্টের মধ্যেও রসিকতা উবে যায়নি। কিন্তু টিউমারের নাম ডোনাল্ড ট্রাম্প কেন? কারণ জানিয়ে এলিস তাঁর ব্লগে লেখেন, ‘আমি টিউমারের নাম দিয়েছি ‘ডোনাল্ড’। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে। কারণ ওর মতোই সাইজে বড়, কুিসত, শরীরে অপ্রয়োজনীয় অংশ। শুধু মানুষের ক্ষতি করে। ’ সূত্র : আনন্দবাজার।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!