টানা ৯দিন বন্ধ থাকবে দুই পুঁজিবাজার

মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা, জাতীয় শোক দিবস ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে ৯ আগস্ট শুক্রবার থেকে ১৭ আগস্ট শনিবার পর্যন্ত টানা ৯ দিন দেশের দুই পুঁজি বাজারে লেনদেন বন্ধ থাকবে। রোববার (১৮ আগস্ট) দুই পুঁজিবাজারে আবার লেনদেন শুরু হবে। তবে বিনিয়োগকারীরা মনে করেন, ‘ব্যাংকের সাথে সামঞ্জস্য রেখেই পুঁজিবাজার বন্ধ বা খোলা রাখা উচিত।’

৯ ও ১০ আগস্ট শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। এরপরের তিনদিন ১১ আগস্ট রোববার থেকে ১৩ আগস্ট মঙ্গলবার ঈদুল আজহার ছুটি। ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের ছুটি। আর ১৬ ও ১৭ আগস্ট শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। মাঝে ১৪ আগস্ট বুধবার কোনো সরকারি ছুটি নেই। তবে দুই স্টক এক্সচেঞ্জ পর্ষদ ১৪ আগস্ট বুধবারও পুঁজিবাজারে লেনদেন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এরফলে টানা ৯দিন বন্ধ থাকবে পুঁজিবাজার।

ইনভেস্টর ফোরাম অফ চট্টগ্রামের যুগ্ম আহ্বায়ক এমএ কাদের চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘আমরা এতো বন্ধ চাই না। আজ ও কাল শুক্র ও শনিবার এবং আগামী ১৪ আগস্ট বুধবার ব্যাংক খোলা থাকবে। স্টক এক্সচেঞ্চ আর্থিক প্রতিষ্ঠান। পুঁজিবাজার অর্থনীতির সাথে সম্পৃক্ত। তাই ব্যাংকের সাথে সামঞ্জস্য রেখে পুঁজিবাজারও খোলা রাখা উচিত। বেশি বন্ধ থাকলে বিনিয়োগকারীদের মধ্যে অলসতা ও ঝিমুনিভাব চলে আসে।’

এমএ/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!