টানা বন্ধে শিক্ষার্থীদের নিয়ে সতর্ক প্রশাসন

করোনা ঝুঁকির কারণে ৩১ মার্চ পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার। এই সময়ে শিক্ষার্থীদের ঘরে থাকার নির্দেশনাও দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। তবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকে আশঙ্কা জানাচ্ছেন এই লম্বা ছুটি কাজ লাগিয়ে শিক্ষার্থীরা যদি পর্যটন স্পটগুলোতে ঘুরতে যায় তাহলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সে সুযোগও এবার থাকছে না। অনেক পর্যটন স্পটে সরকারিভাবে শিক্ষার্থীদের ঘুরতে যাওয়া নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হচ্ছে।

জানা গেছে, করোনা ঝুঁকির কারণে দেওয়া এই ছুটির সময় কোনো শিক্ষার্থী যেন পর্যটন স্পটে ঘুরতে যেতে না পারে সে জন্য কক্সবাজার জেলা প্রশাসকের পক্ষ থেকে ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘বন্ধের সময় যাতে কোনো শিক্ষার্থী ঘুরতে আসতে না পারে সেভাবে জেলা ও উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।’

স্কুল-কলেজ বন্ধের সুযোগে করোনা ভাইরাসের ঝুঁকি নিয়ে এরকম অনেকেই কক্সবাজার-বান্দরবান চলে যাচ্ছে বেড়াতে।
স্কুল-কলেজ বন্ধের সুযোগে করোনা ভাইরাসের ঝুঁকি নিয়ে এরকম অনেকেই কক্সবাজার-বান্দরবান চলে যাচ্ছে বেড়াতে।

পাশাপাশি একই বিষয়ে কক্সবাজারের হোটেল মালিকদের প্রতিও দিকনির্দেশনা আছে জানিয়ে তিনি বলেন, ‘এখানকার হোটেল মালিকদের আমরা এর মধ্যেই সব ধরণের অনুষ্ঠান বন্ধ করতে নির্দেশ দিয়েছি। শিক্ষার্থীদের হোটেলে সিট না দেওয়ার বিষয়েও নির্দেশনা দেওয়া আছে তাদের প্রতি।’

বান্দরবান জেলা প্রশাসক দাউদুল ইসলাম জানিয়েছেন, শিক্ষার্থীরা যাতে কোচিং কিংবা অন্য কোন প্রয়োজনে ঘরের বাইরে না যায় সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে এই বিষয়ে আলাদা করে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি জানিয়ে তিনি বলেন, ‘পর্যটন স্পটগুলো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আলাদা কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। কোনো শিক্ষার্থী যেন ঘুরতে আসতে না পারে সেভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। বন্ধের সময় শিক্ষার্থীরা ঘরে থাকবে।’

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!