টাকা ভাঙতি চাইতেই জামালখানে হামলা ছাত্রলীগ নেতার ওপর, পুলিশের মুখে অন্য কথা

চট্টগ্রাম নগরীর জামালখানে বেপরোয়া কিশোর গ্যাংয়ের হামলায় নামের এক ছাত্রলীগ নেতা মারাত্মক আহত হয়েছেন। এ সময় সন্ত্রাসীরা তার কাছে থাকা মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

শুক্রবার (১৫ জানুয়ারি) বিকেল সাড়ে তিনটার দিকে শিবু দাশগুপ্ত নামের ওই ছাত্রলীগ নেতার ওপর হামলার এ ঘটনা ঘটে।

জামালখান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য ইফতিখার হোসেন চৌধুরী তাসিম অভিযোগ করে জানান, ‘জামালখান গ্র্যান্ড সিকদার হোটেল গলির মুখের আজাদ, সিঅ্যান্ডবি কলোনির কিশোর সুলতান, রাহাত ও মামুনের নেতৃত্বে ২০-২৫ জনের একটি কিশোর গ্যাং ওই হামলা চালায়। ওই কিশোর গ্যাংকে হামলার নির্দেশ দেন সিকদার হোটেল লাগোয়া আজাদ নামের এক ব্যক্তি। তিনি পানের দোকানের আড়ালে দীর্ঘদিন ধরে ২০-২৫ জনের একটি গ্রুপের নেতৃত্ব দিয়ে আসছেন।’

তবে পুলিশ বলছে ভিন্ন কথা। কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিনের কাছে ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘সিগারেট নেওয়াকে কেন্দ্র করে শিবুর সাথে একটি পানের দোকানদারের কথা কাটাকাটি হয়েছে। শিবু ওই দোকান ভাঙচুর করেছে।’

তবে কোতোয়ালীরই এসআই অমিত ঘটনাস্থলে থাকা এ প্রতিবেদককে জানান, ‘টাকা ভাংতি চাওয়াকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটেছে। এরপর আজাদ নামের এক ব্যক্তি ৯৯৯ এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে আসে। আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করছি এবং আজাদকে থানায় অভিযোগ করার পরামর্শ দিয়েছি।’

ঘটনাস্থলে থাকা আজাদের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি চট্টগ্রাম প্রতিদিনকে জানান, ‘টাকা ভাংতি নিয়ে কথা কাটাকাটিতে এই ঘটনা।’ তবে কিশোর গ্যাংয়ের হামলা ও টাকা ছিনিয়ে নেওয়ার বিষয়ে তিনি কোন কথা বলতে রাজি হননি।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল সাড়ে তিনটায় জামালখান গ্র্যান্ড সিকদার হোটেল লাগোয়া আজাদের পানের দোকানে একটি ৫০০ টাকার নোট ভাঙতি চায় শিবু দাশগুপ্ত। এ সময় শিবুকে একা পেয়ে আজাদ বলে ওঠে, ‘তোরে কিল্লাই টিয়া ভাংতি দিইয়ুম, তুই কি সেয়ানা পুয়া অইয়ুসদে না?’

এ কথার প্রতিবাদ জানাতেই আজাদ সুপারি কাটার ছুরি দিয়ে শিবুর মাথায় আঘাতের চেষ্টা চালালে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। এরপর শিবু ঘটনাস্থল ত্যাগ করে জামালখান লিচুবাগানে চলে যান। ঘটনার ১০ মিনিট পর জামালখান গ্র্যান্ড সিকদার হোটেল গলির সিঅ্যান্ডবি কলোনির কিশোর গ্যাংয়ের সুলতান, রাহাত ও মামুনের নেতৃত্বে ২০-২৫ জনের একটি কিশোর গ্যাং শিবুর ওপর হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।

এ সময় হামলাকারীরা তার কাছ থেকে মোবাইল ফোন ও ১২ হাজার টাকা ছিনিয়ে নেয় বলে জানা যায়। পরে আহত অবস্থায় শিবু দাশ গুপ্তকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আদর/কেএস/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!