‘টাকা দিলেই মেলে সনদ’ চট্টগ্রামে ভুয়া সনদ বানানোর প্রতারক চক্রের সন্ধান

টাকা দিলেই মিলছে ভুয়া জাতীয় পরিচয়পত্র। জন্ম সনদ, ওয়ারিশ সনদ, নাগরিক সনদও মিলছে তাদের হাতে। তবে এসব আসল নয়, নকল। একটি প্রতারক চক্র লোক ঠকাতে জাল এসব নথি তৈরি করছে। বিনিময়ে হাতাচ্ছে টাকা।

চট্টগ্রামের ডবলমুরিং থানার আগ্রাবাদ ও দেওয়ানহাট র‍্যাবের হাতে আটক হয়েছে এই প্রতারক চক্রের ৩ সদস্য।

আটককৃতরা হলেন, ডবলমুরিং থানার মোগল টুলি এলাকার ছবির আহমদের ছেলে মো. ইমরান, কুমিল্লা জেলার লাকসাম থানার রাজাপুর ইউনিয়নের মো. আব্দুর রশীদের ছেলে মো.হোসাইন, ডবলমুরিং থানার ২৩ নম্বর সিটি করপোরেশন এলাকার সুপারী ওয়ালা পাড়ার শরীফ আলী সারাংশ বাড়ির ছাবের আহমেদের ছেলে মো. বেলাল হোসেন টিপু।

বুধবার (৫ এপ্রিল) প্রতারক চক্রটিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।

জানা গেছে, ডবলমুরিং থানার আগ্রবাদ ও দেওয়ানহাট এলাকায় এমএমএস এন্টারপ্রাইজ ও হোসাইন এন্টারপ্রাইজে ফটোকপি ও কম্পিউটার টাইপ ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে ভুয়া সনদ তৈরির ব্যবসা চলে আসছিল। ইমরান, হোসাইন ও বেলাল টাকার বিনিময়ে সব ধরনের সনদ তৈরি করতেন। এমন প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিল চক্রটি।

আটককৃতদের বিরুদ্ধে ডবলমুরিং থানায় মামলা দায়ের করা হয়েছে।

সিএম/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!