টঙ্গীর টাম্পাকো কারখানার ধ্বংসস্তূপে আরো ৩ মৃতদেহ : মালিকের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

ঢাকা প্রতিদিন :
টঙ্গীর টাম্পাকো ফয়েলস কারখানার ধ্বংসস্তূপ থেকে আজ সোমবার আরো ৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় এ নিয়ে ৩৯ জনের মরদেহ উদ্ধার করা হলো।
 12398_%e0%a6%be%e0%a6%bf
অন্যদিকে কারখানায় দুর্ঘটনায় মালিকের ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চরুলসহ এই আদেশ দেয়। তবে শ্রমিকদের বেতন ও ক্ষতিপূরণের জন্য ব্যাংক হিসাব থেকে অর্থ তোলা যাবে। কোন খাতে কী পরিমাণ ব্যয় হয়েছে, তা জানিয়ে এক মাস পর মালিককে আদালতে প্রতিবেদন দিতে হবে।
দুর্ঘটনায় হতাহত ব্যক্তিদের পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদানে কেন নির্দেশ দেয়া হবে না- রুলে তা জানতে চেয়েছে হাইকোর্ট। টাম্পাকো অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে গত ১৯ সেপ্টেম্বর এ ব্যাপারে হাইকোর্টে রিট করে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), আইন ও সালিশ কেন্দ্র এবং বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা)।
 31122_fire
মৃতদেহ উদ্ধার সম্পর্কে টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বলেন, উদ্ধার অভিযান চলাকালে আজ দুপুরের দিকে আরো ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় শনাক্ত করা যায়নি।
সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস ধ্বংসস্তূপে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। উদ্ধার তৎপরতায় ভারি যন্ত্রপাতি ব্যবহার করে ধসে যাওয়া ভবনের ইট, রডসহ অন্যান্য সরঞ্জাম অন্যত্র সরানো হচ্ছে।
প্রসঙ্গত, গত ১০ সেপ্টেম্বর সকালে গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্প এলাকার টাম্পাকো কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ১১ জন নিখোঁজ রয়েছে। উদ্ধার করা মৃতদেহের মধ্যে নয়জনের পরিচয় শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষার আবেদন করেছেন নিখোঁজ ব্যক্তিদের স্বজনরা।
ঢাকা প্রতিদিন :
এ এস / জি এম এম / আর এস পি :::

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!