টইটং ইউনিয়নে বন্ধ তথ্য সেবা কার্যক্রম, বিপাকে এলাকাবাসী

টইটং ইউনিয়নে বন্ধ তথ্য সেবা কার্যক্রম, বিপাকে এলাকাবাসী 1ইমরান হোসাইন, পেকুয়া : পেকুয়া উপজেলার টইটং ইউনিয়ন পরিষদের তথ্য সেবা কার্যক্রম বন্ধ রয়েছে বিগত ছয় মাসেরও বেশি সময় ধরে। যার কারনে ইউনিয়ন বাসী তথ্যসেবা নিতে এসে চরম বিপাকে পড়তে হচ্ছে। জন্ম নিবন্ধন, পার্সপোর্ট ফরম, অনলাইন সেবা, ফটোকপি, স্টডিওসহ যাবতীয় সেবা নিতে এসে চরম র্দুভোগ পড়ছে এলাকাবাসীদের। এনিয়ে টইটং বাসীর মনে চরম ক্ষোভ বিরাজ করছে। কোন কারণে তথ্য সেবা কার্যক্রম বন্ধ রয়েছে এলাকাবাসীর কাছে তার কারন অজানা রয়ে গেছে।

বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ রূপান্তর করার লক্ষে ইউনিয়নবাসীকে দেয়া তথ্য প্রযুক্তি সেবা নিতে এসে প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছে মানুষ। পেকুয়া উপজেলার সকল ইউনিয়নে তথ্য সেবা কার্যক্রম চালু থাকলেও শুধু মাত্র টইটং ইউনিয়নের তথ্য সেবা কেন্দ্র বন্ধ রয়েছে।

গতকাল সরেজমিনে গিয়ে জানা গেছে, গত ৬ মাস ধরে টইটং ইউনিয়নের তথ্য সেবা কেন্দ্র বন্ধ রয়েছে। কারণ অব্যহতি নিয়েছেন তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তা। বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে সেচ্ছায় অব্যাহতি নেন সাবেক উদ্যোক্তা আক্তার হোসেন।

টইটং ইউনিয়নে দ্বায়িত্বপ্রাপ্ত নিকাহ রেজিষ্ট্রার (কাজী) মাহমুদুল হক বলেন, জন্ম নিবন্ধন সদনের জন্য বিয়ে রেজিষ্ট্রি করতে বেগ পেতে হছে আমাদের। এছাড়া এ কারণে চরম দুর্ভোগে পড়েছেন কন্যাদায়গ্রস্থ পিতারা। বলা যায় ঠিকমত জন্ম নিবন্ধন সনদ পাওয়া না যাওয়ায় টইটং ইউনিয়নে এক প্রকার বন্ধ রয়েছে বিবাহ রেজিষ্ট্রি।

টইটং ইউনিয়নের হিরা বনিয়া এলাকার বাসিন্দা আবু তৈয়ব, রমিজ পাড়ার বাদশা মিয়া, নুরুছ ছফা, বটতলীর আবু মিকার, খুইন্যা ভিটার আহমদ ছফি বলেন, কোমলমতি শিশুদের স্কুলে ভর্তি করার জন্য জন্ম নিবন্ধন করতে বিপাকে পড়তে হচ্ছে। এছাড়া পার্সপোর্ট তৈরী, সরকারী বেসরকারী চাকরি পেতে সুবিধা হচ্ছে ইউনিয়নের বাসিন্দাদের। এ নিয়ে তারা চরম উদ্বেগও প্রকাশ করেছে।

তারা আরো বলেন, গ্রাম অঞ্চলের জন সাধারনের সুবিধার জন্য সরকার প্রতিটি ইউনিয়নে তথ্য সেবা কেন্দ্রে ওয়েব ক্যামেরা, প্রজেক্টর, ফ্যাক্স, ইন্টারনেট বিভিন্ন প্রযুক্তি কম খরচে ইউনিয়ন পরিষদের মাধ্যমে সেবা দিয়ে আসছে। কিন্তু সে কার্যক্রম টইটং ইউনিয়ন পরিষদের শুধুমাত্র উদ্যোক্তার জন্য বন্ধ রয়েছে। ২০২১ সালের দিন বদলের মিশন নিয়ে কাজ করছে বর্তমান সরকার। যোগাযোগসহ তথ্য প্রযুক্তির উন্নয়ন করার জন্য তথ্য সেবা কার্যক্রম শুরু করেছে। তাই টইটং ইউনিয়নের তথ্য সেবা কেন্দ্র দ্রুত চালু করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছন ভুক্তভোগী এলাকাবাসী।

এব্যাপারে টইটং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী বলেন, উদ্যোক্তার অভাবে ইউনিয়নে তথ্য সেবা কার্যক্রম বন্ধ থাকার বিষয়টি আমি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। তারা খুব শীঘ্রই এই অচলাবস্থা দূর করবেন বলে জানিয়েছেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!