ঝিনাইদহে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন ৫ লক্ষ টাকার ক্ষতি

Jhenidah fish Pic
ঝিনাইদহ প্রতিনিধি ঃ
ঝিনাইদহ সদর উপজেলার উদয়পুর গ্রামের রাজ্জাক হোসনের লীজকৃত ৩টি  পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করেছে দুবৃর্ত্তরা। শুক্রবার ভোর রাতে এ ঘটনা ঘটে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। এলাকাবাসী জানায়, শুক্রবার ভোর রাতে কে বা কারা রাজ্জাক হোসেনের লীজকৃত ৩টি পুকুরে বিষ প্রয়োগ করে। সকালে পুকুরে মাছ মরে ভেসে থাকতে দেখে তার বাড়ীতে খবর দেয় প্রতিবেশিরা। পরে পরিবারের লোকজন পুকুর পাড়ে এসে দেখতে পায় সব মাছ মরে ভেসে আছে। মাছচাষী রাজ্জাক হোসেনের স্ত্রী বিথি খাতুন জানান, তার স্বামী বিএনপি করায় গত মঙ্গলবার স্থানীয় আওয়ামীলীগের কয়েকজন মিলে পুলিশে ধরিয়ে দিয়েছে। শত্র“তা বশত তারাই পুকুরে বিষ দিয়েছে বলে ধারনা করছে রাজ্জাক হোসের স্ত্রী। এবিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিল্পব কুমার নাথ জানান, পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের ঘটনাটি শুনেছি। ঘটনাটি তদন্তের জন্য থানা থেকে অফিসার পাঠানো হয়েছে; তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!