ঝিনাইদহের কালীগঞ্জ কাল বৈশাখী ঝড়ে ১০ গ্রাম ক্ষতিগ্রস্ত ১০০ বাড়িঘর বিধ্বস্ত আহত ২০

ঝিনাইদহ প্রতিনিধি ঃ
ঝিনাইদহের কালীগঞ্জ কালবৈশাখী ঝড়ে ১০ টি গ্রামের অন্তত ১০০ কাঁচাপাকা বাড়ি ঘর বিধ্বস্ত হয়েছে । মাঠের ফসল গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে । আহত হয়েছে নারী শিশু সহ কমপক্ষে ২০ জন । আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক । আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। গ্রামবাসিরা জানিয়েছেন ঘুমন্ত গ্রাম গুলোতে হঠাৎ বৃষ্টি সহ কালবৈশাখী ঝড় আঘাত হানে । এ সময় কিছু বুঝে উঠার আগেই সব কিছু লন্ড ভন্ড হয়ে যায়। তারা আরো জানিয়েছেন ঝড়ে ইউনিয়ন দুইটির কমপক্ষে ১০ গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। মাঠের ফসল মাটির সাথে মিশেগেছে । ভেঙ্গে পড়েছে গাছপালা । ১০ মিনিট স্থায়ী এ ঝড়ে আশ্রয়হীন হয়ে পড়েছেন শত শত গ্রামবাসি ।  ক্ষতিগ্রস্ত পরিবারের  সদস্যরা খোলা আকাশের নীচে বসবাস করছে ।সংশ্লিষ্ট কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মানোয়ার হোসেন মোল্লা ক্ষতিগ্রস্থ এলাকা থেকে জানিয়েছেন, উপজেলার কোলা ও জামাল ইউনিয়নে ভোর ৪টার দিকে বৃষ্টির সাথে কালবৈশাখী ঝড় আঘাত হানে । এতে ইউনিয়ন দুইটির অন্তত ১০০ কাঁচাপাকা বাড়ি সম্পুর্ণ ক্ষতিগ্রস্থ হয়েছে। তিনি আরো জানিয়েছে ঝড়ের তান্ডবে মাঠে ফসল ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে। এ সময় টিনের চালা উড়ে গেছে। ভেঙ্গে পড়েছে ঘরে দেওয়াল ও চালা ।  প্রশাসন ও স্থানীয়রা উদ্ধার কাজ পরিচালনা করছে। জরুরী সাহয্য চেয়ে জেলা প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী । এ পর্যন্ত পাওয়া খবরে জানা গেছে  উপজেলার শালিখাডাঙ্গা, কামালহাট, ঘোষপাড়া, কোলা, রামচন্দ্রপুর গ্রামে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে  উদ্ধার কাজ চলছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!