জয়পুরহাটে তিন দিনব্যাপী শিশু চারুকলা উৎসবের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

Pic Shishu Charucola Utshob 03.04
জয়পুরহাট জেলা প্রতিনিধি ঃ
জয়পুরহাটে তিন দিন ব্যাপী ২য় শিশু চারুকলা উৎসবের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে অনুষ্ঠিত এই উৎসবে গত তিন দিনে শিশুসহ বিপুল পরিমান দর্শনাথীরা শিশুদের আঁকানো চিত্রশিল্প দেখেন। শিশুদের আঁকা ৪০০ টি ছবি এই উৎসবে স্থান পায় । তাদের আকানো জল রং, পেন্সিল স্কেচ, কোলাস আর পেস্টেল রঙে বাঙালির শ্বাশত লোক শিল্প ও মুক্তিযুদ্ধকে ফুটিয়ে তোলা হয়েছে উৎসবের গ্যালারীকে। এই তিন দিনের উৎসবে শিশুরা সঙ্গীত, নৃত্য পরিবেশন করে ও নাটক মঞ্চস্থ করে।
গত মঙ্গলবার এই উৎসব শুরু হয়। বৃহষ্পতিবার সমাপনী অনুষ্ঠানে উৎসব পরিষদের সভাপতি রাজা চৌধুরীর সভাপতিত্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা পরিষদের প্রশাসক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম সোলায়মান আলী, বিশেষ অতিথি বিশিষ্ট চিত্রশিল্পী দিনাজপুরের রাজিউদ্দীন চৌধুরী ডাব্লিউ, উৎসবের সদস্য সচিব মাহাবুব আলম। আলোচনা শেষে অংশগ্রহনকারী শিশু চিত্র শিল্পীদের সম্মাননা প্রদান করা হয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!