জোটের রাজনীতিতে এরশাদের নতুন সমীকরণ

জোটের রাজনীতিতে এরশাদের নতুন সমীকরণ 1চৌধুরী মোহাম্মদ মাহবুবুল আলমঃ ৫৮ টি দল নিয়ে সাবেক রা®ট্রপতি এইচ এম এরশাদ ও মাওলানা মান্নানের নেতৃত্বে গঠিত সম্মিলিত জাতীয় জোট গত ৭ মে আত্বপ্রকাশ করে। আত্বপ্রকাশের পরই এই জোট ইতিমধ্যে দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচিত । দেশের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া বেশ আলোচিত এই জোট নিয়ে বেশ সরগরম। কয়েকদিন ধরে চ্যানেল গুলোর টকশোর আলোচনার বিষয়ও এই নতুন জোট । ভোটের রাজনীতিতে এই জোটের যে প্রভাব যে আরো বাড়বে তা ইতিমধ্যে বুঝা যাচ্ছে। আওয়ামীলীগ ও বি এন পি এই জোট নিয়ে তাদের মত করে হিসেব কষছে । সরকার দলীয় আওয়ামীলীগ এই জোটকে অস্থায়ী ও বি এন পি এই জোটকে সরকারের অংশ বললেও মুলত এই জোট চট্টগ্রামে ভোটের হিসেব পাল্টে দিবে। কেননা এই জোটে রয়েছে এইচ এম এরশাদের জনপ্রিয়তা ও স্বাধীনতার স্বপক্ষের ও শান্তি প্রিয় সুন্নী মতাদর্শের ১৯৯১ সালে নিবন্ধিত দল ইসলামী ফ্রন্ট। চট্টগ্রামে ইসলামী ফ্রন্টের বেশ জনপ্রিয়তা রয়েছে । ৯১ সালে দলটি ২৩ আসনে ৯৬ সালে২২টি , ২০০১ সালে২৬ টি , ২০০৮ সালে ১৮ টি আসনে প্রার্থী দেয়। গড়ে প্রার্থীরা ৮ থেকে ১০ হাজার ভোট পায়। সর্বশেষ স্থানীয় নির্বাচনে পটিয়া ও বোয়ালখালীতে দুজন ভাইসচেয়াম্যান হিসেবে জয়লাভ করে । বিগত সময়ে মহাজোট , সরকারের অংশ, বিরোধী দল হয়ে বেশ সমালোচিত হলেও সংখ্যার দিক থেকে দেশের বৃহৎ জোট নিয়ে সাবেক রাষ্ট্রপতি এ্ইচ এম এরশাদ বলেন, তিনি শেষ বয়সে আরেকবার জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায় । নগর ইসলামী ফ্রন্টের সহসভাপতি আবু নাসের তৈয়ব আলী বলেন, এই জোট দেশ, মানুষ, গনতন্ত্রের জন্য কাজ করবে। অন্যদিকে চট্টগ্রামে হাটহাজারী, রাউজান রাঙ্গুনিয়া, বোয়ালখালী, দোহাজারী, চন্দনাইশ সহ বিভিন্ন স্থানে ইসলামী ফ্রন্টের নেতাকর্মীদের মাঝে বেশ চাঙাভাব দেখা দিয়েছে। অগামী নির্বাচনে যদি বি এন পি নির্বাচনে অংশগ্রহণ না করে সে ক্ষেত্রে এইচ এম এরশাদ ও মাওলানা মান্নানের নেতৃত্বে গঠিত এই জোট ভোটের রাজনীতিতে বড় একটি ফ্যাক্টর হতে পারে । সে ক্ষেত্রে এই জোট বিরোধী দলের ভুমিকায় অবতীর্ণ হলে দেশের নির্বাচন ও ভোটের হিসাব বদলে যাবে বলে রাজনৈতিক বোদ্বাদের ধারণা । তাবে শেষ পর্যন্ত সাবেক রাস্ট্রপতি এইচ এম এরশাদের ক্ষমতায় যাবার ইচ্ছা পূরণ ও প্রথম বারের মত জোটবদ্ব হওয়া ক্লিন ইমেজের দল ইসলামী ফ্রন্টের জোট যাত্রা কতটুকু সফল হয় তা সময় বলে দেবে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!