জেল পালানো রুবেলকে ধরতে পুলিশের দ্বারে চট্টগ্রামের জেলার

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ফরহাদ হোসেন রুবেল নামে এক হত্যা মামলার আসামি নিখোঁজ হওয়ার ঘটনায় চট্টগ্রামের কোতোয়ালী থানায় মামলা দায়ের করা করা হয়েছে।

শনিবার (৬ মার্চ) রাতে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার মো. রফিকুল ইসলাম বাদি হয়ে মামলাটি দায়ের করেছেন। এর আগে এই ঘটনায় একই দিন বিকেলে কারাগারের সিনিয়র জেল সুপার মো. শফিকুল ইসলাম খান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন। কারাগার থেকে পালাতক বন্দী রুবেলকে গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে বলেও এসময় জানান ওসি নেজাম উদ্দিন।

কারা কর্তৃপক্ষের করা মামলার এজাহারে বলা হয়েছে, নিখোঁজ হাজতি মো. ফরহাদ হোসেন রুবেল কারাগারের পঞ্চম তলার ১৫ নম্বর ওয়ার্ডে থাকতেন। শনিবার ভোর সোয়া পাঁচটা থেকে ছয়টার মধ্যে রুবেল উধাও হয়ে যান।

প্রসঙ্গত, রুবেল নগরের সদরঘাট থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলার আসামি। গত ৮ ফেব্রুয়ারি পুলিশ তাকে গ্রেফতার করে।

তিনি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মীরেরকান্দি গ্রামের শুক্কুর আলী ভাণ্ডারির ছেলে।

এআরটি/এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!