জেনারেল হাসপাতালে আবার চালু হলো ইকো মেশিন, সেবা মিলবে ২০০ টাকায়

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ২০০ টাকায় মিলবে ইকোকার্ডিওগ্রাফি সেবা। হাসপাতালের কার্ডিওলজি বিভাগের চৌকষ কার্ডিওলজিস্টরা রিপোর্ট প্রদান করবেন। মঙ্গলবার (২১ ডিসেম্বর) এটি হাসপাতালের পরীক্ষামূলকভাবে চালু করে সীমিত সেবা প্রদান করা হয়েছে।

আগামী দুই একদিনের মধ্যে পুরোদমে এ সেবাটি চালু হবে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বি।

জানা গেছে, হৃৎপিণ্ডের রোগ নির্ণয়ের জন্য ডাক্তাররা বিভিন্ন ধরনের পরীক্ষা করে থাকেন। তার মধ্যে ইকোকার্ডিওগ্রাফি হৃৎপিণ্ডের বিভিন্ন রোগ নির্ণয়ে বর্তমানে বহুলপ্রচলিত একটা পরীক্ষা।

আলট্রাসাউন্ডের মাধ্যমে হৃৎপিণ্ড পরীক্ষাকে ইকোকার্ডিওগ্রাফি বা ইকো বলে।

বর্তমানে ইকোকার্ডিওগ্রাফি একটা জনপ্রিয়, নিরাপদ পরীক্ষা যা হৃৎপিণ্ড ও রক্তসংবহনতন্ত্রের পরীক্ষায় ব্যাপকভাবে ব্যবহৃত হয়। বাইরের ল্যাবে এটি করতে ১ হাজার থেকে ১২০০ টাকা খরচ হয়। কিন্তু চট্টগ্রাম জেনারেল হাসপাতালে এ সেবা মিলবে ২০০ টাকায়।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বি বলেন, মেশিনটি দীর্ঘদিন নষ্ট হয়ে পড়ে ছিল। আমি দায়িত্ব নেয়ার পর স্বউদ্যেগে মেশিনটি ঠিক করেছি। আজ পরীক্ষামূলকভাবে মেশিনটির কার্যকারিতা পরীক্ষা করে দেখা হয়েছে।

আগামী ২/১ দিন পর থেকে এ মেশিনের সাহায্যে ১০ থেকে ১২ জন রোগীর ইকোগ্রাডিওগ্রাফি সেবা সম্পন্ন করা যাবে।

আইএমই/কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!